তিরুঅনন্তপুরম: শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যেই নিজেদের নামে করেছে। তিরুঅনন্তপুরমে রবিবার সিরিজের শেষ ম্যাচে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া (Team India)। প্রথম ম্যাচে দুই ম্যাচে মাঠে বাইরে থাকা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), ঈশান কিষাণরা (Ishan Kishan) কি সেই ম্যাচে সুযোগ পাবেন? তৃতীয় ওয়ান ডের আগে সকলের মাথায় এই প্রশ্নই ঘুরছে। বিক্রম রাঠৌর (Vikram Rathour) কিন্তু এই বিষয়ে স্পষ্টভাবে কিছু বলতে নারাজ।
সুযোগ পাবেন সূর্য?
তৃতীয় ম্যাচের আগে সাংবাদিক সম্মেলেন ভারতীয় ব্যাটিং কোচ রাঠৌর বলেন, ‘এই বিষয়ে আমাদের এখনও তেমন কোনও কথা হয়নি, তবে হ্যাঁ আমরা এই সিরিজটা ইতিমধ্যেই জিতে নিয়েছি। এখনও অনেকগুলি বিভাগ রয়েছে যেখানে আমাদের উন্নতি করার প্রয়োজন আছে। ভুললে চলবে না এই বছরেই বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। তাই আমাদের সব বিভাগেই জোড় দিয়ে নিজেদের দুর্বলতা দূর করতে হবে। আসন্ন ম্যাচেও আমরা নিজেদের খেলায় উন্নতি ঘটানোর আরও একটি সুযোগ পাব। শ্রীলঙ্কা খুবই ভাল দল। তাই ওদের বিরুদ্ধে আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় রয়েছি।’
এখনও অবধি ওয়ান ডে সিরিজে খেলার সুযোগ না পেলেও সূর্যকুমার যাদব শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চোখধাঁধানো ফর্মে ছিলেন। তিনি নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের তৃতীয় শতরানটিও হাঁকান শ্রীলঙ্কানদের বিপক্ষে। অপরদিক, ঈশান কিষাণ নিজের শেষ ওয়ান ডে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়েছিলেন। দুইজনেই আপাতত মাঠের বাইরে বসে রয়েছেন। এই বিষয়ে রাঠৌরের দাবি উভয় ক্রিকেটারই দলের বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত।
ফর্মে বাকিরা
‘ও (সূর্যকুমার যাদব) সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফর্ম করেছে। ওর মতো একজন দলের রিজার্ভে থাকাটা দলের শক্তির পরিচয়বাহক। আশা করি সুযোগ পেলে ও ভাল পারফর্মও করবে। দলে এমন বিকল্প থাকাটা সত্যিই দারুণ। কিন্তু বাকিরাও তো ভাল খেলছে, বাকিরাও ফর্মে রয়েছে। ওরা সকলেই পেশাদার। তাই ওরা জানে যে অন্য কেউ ভাল খেললে স্বাভাবিকভাবেই অপরজনকে সুযোগ পেতে অপেক্ষা করতে হয়। ওরা অনুশীলনে কঠোর পরিশ্রম করছে এবং সুযোগ পেলে আশা করি ভাল পারফর্ম করে দলে নিজেদের জায়গাটা পাকা করতে সক্ষম হবে।’ বলেন রাঠৌর।
আরও পড়ুন: মিলছে না সুযোগ, বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেশ ছাড়ার ইঙ্গিত ভারতীয় তারকার