ত্রিশালে সিমেক পল্লী স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়ায় সিমেক পল্লীতে সিমেক পল্লী স্পোর্টিং ক্লাব যাত্রা শুরু করলো। শুক্রবার (১৩ জানুয়ারি) ক্লাবের উদ্বোধন করা হয়। গ্রামের সুবিধাবঞ্চিত তরুণদের খেলাধুলার সুযোগ করে দিতে এই ক্লাব গঠনের উদ্যোগ নিয়েছে সিমেক ফাউন্ডেশন।

যুব সমাজকে নেতিবাচক চর্চা ও চিন্তা থেকে দূরে রাখতে এই স্পোর্টিং ক্লাব ভূমিকা রাখবে বলে মনে করছে এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিমেক গ্রুপের ভাইস চেয়ারম্যান আফছানা খানম বলেন, খেলাধুলা মানুষকে বিনয়ী ও আত্মবিশ্বাসী করে। সুস্থ বিনোদন ও উত্তম চরিত্র গঠনে খেলাধুলার কোনও বিকল্প নেই। খেলাধুলা মানুষকে সব বদ অভ্যাস এবং মাদক থেকে দূরে রাখে।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার সরদার মো. শাহীন বলেন, দেশ ও জাতি গড়ার জন্যে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় যুক্ত থাকতে হবে। বাংলাদেশের উন্নয়ন ভাবনার সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীকে যুক্ত করতে সব ধরনের সুযোগ-সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে বলেও মত দেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিমেক পল্লীর মতো বাংলাদেশের অন্যান্য গ্রামেও ইতিবাচক চর্চার সুযোগ তৈরি হলে সন্ত্রাস, সংঘাত, নারীর প্রতি অন্যায় ও মাদক এবং মৌলবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির চিফ কো-অর্ডিনেটর ড. সঞ্জীব রায়, সিমেক গ্রুপের ডিরেক্টর মো. আবুল হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা প্রদীপ চন্দ্র দেবনাথ, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব বনাঙ্কুর মোস্তফা, সিমেক ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মো. উমর ফারুক প্রমুখ।