২ টাকায় পিঠায়, প্রতীকি দামে পাচ্ছে পথশিশুরা | BD24Live.com

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, ১৬ জানুয়ারি ২০২৩

ফেনীতে ‘হেল্প ফর টুডে’ নামক সংগঠন ২ টাকায় পিঠার আয়োজন করেন। পিঠাপুলির মধ্যে ছিল ভাঁপাপিঠা, দুধচিতই, অনথন, চিকেন মমো, পাটিসাপ্টা, ডালের পিঠাসহ বাহারি সব পিঠা মাত্র দুই টাকায়। এক্ষেত্রে পথশিশুরা ২ টাকায় পাচ্ছেন সকল পিঠা। ১ বার পেমেন্ট করলেই তারা এ পিঠা খেতে পারছেন।

শনিবার (১৪ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত শহরের নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারের পাশে দুই টাকার পিঠা উৎসব ‘পিঠাপুলি’ আয়োজন করে হেল্প ফর টুডে। তখন পথ শিশু এবং ভাসমান প্রায় ১০০ মানুষের কাছে দুই টাকার বিনিময়ে ৬ রকম পিঠা দেওয়া হয়। হেল্প ফর টুডের সদস্যরা নিজের হাতে পিঠাগুলো বানিয়ে পরিবেশন করেন।

সংগঠনটির উদ্যোক্তারা জানান, শীতকাল মানেই নানা রকম পিঠার উৎসব। সকল ঘরে ঘরে চলে শীতকালীন পিঠার আমেজ। কিন্তু রাস্তার পাশে থাকা পথশিশু অথবা ভাসমান মানুষগুলো শীতকালে একটি পিঠা খাওয়ার সার্মথ্য থাকে না। তাদের কথা চিন্তা করে ভিন্নভাবে ২ টাকায় পিঠা উৎসবের আয়োজন করা। একদম বিনামূল্যে হয়তো অনেকেই খেতে চাইবে না। মনে করবে আমরা তাদের করুণা করছি। সে জন্য প্রতীকী একটা মূল্য নির্ধারণ করা হয়েছে।

পিঠা উৎসব সমন্ধে ওয়ালিদ বিন আবদুল্লাহ জানান’ হেল্প ফর টুডে ছাত্রদের টাকায় চলে। এখানে সবাই কম বেশি সহায়তা করে থাকে। তবে এখানের কোন ছাত্র মাদক, রাজনীতি বা কিশোর গ্যাং কালচারে জড়িত নয়। এরা নিয়মিত নামাজ পড়ে এবং সমাজের জন্য ভাবে কিছু করার চেষ্টা করে। আজকে পথ শিশুদের জন্য আমরা বিভিন্ন স্থান হতে অর্থ সংগ্রহ করে, নিজেরা শারিরীক এবং আর্থিক ভাবে সহায়তা করেছি।

পথ শিশু নির্মলতা সেন পিঠা খেয়ে তার অভিব্যক্তি জানান’ এ পিঠা খেতে খুব ভাল লেগেছে। ভাইয়া খুব আদর করেছে আমাদের’

শাকিল/সাএ