Jhalda chairman Election: ঝালদায় চেয়ারম্যান ভোটের আগে কাউন্সিলরদের নিয়ে গোপন ডেরায় কংগ্রেস, কারণটা কী?

ভিন রাজ্যে সরকার গঠনকে কেন্দ্র করে যেমনটা হয় ঠিক সেই ছবি ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচনে। ভোটের আগে ভাঙন রুখতে কংগ্রেস কাউন্সিলরদের গোপন ডেরায় লুকিয়ে রেখেছে। সূত্রের খবর, সেই গোপন ডেরা কোনও পাঁচতারা হোটেল বা রিসর্ট নয় দলীয় কাউন্সিলরের বাড়ি। কংগ্রেসের দাবি, তৃণমূলের থেকে দূরে রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে। শাসকদল অবশ্য, এই অভিযোগকে উড়িয়ে দিয়ে জানিয়েছে, গোষ্ঠীকোন্দলের জন্য এই ব্যবস্থা করেছে কংগ্রেস।

আখ্যান যাত্রা অর্থাৎ মাঘ মাসের প্রথম দিনেই ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন। এই দিনটিকে যাত্রা শুরুর পক্ষে শুভ দিন বলেই ধরা হয়। কংগ্রেস নাকি তৃণমূল, মাঘের শুরুতে কার দখলে যায় চেয়ারম্যান পদ সে দিকেই তাকিয়ে ঝালদাবাসী।

কংগ্রেস সূ্ত্রে জানা গিয়েছে, ৫ কংগ্রেস ও ২ নির্দল কাউন্সিলরকে এক কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে রাখা হয়েছে। সেখানে রয়েছেন পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো। ওই বাড়ি থেকেই সোমবার তাঁরা সরাসরি পুরসভায় যাবেন ভোট দিতে।

কেন এমন গোপন ডেরায় অবস্থায়? নেপাল মাহাতোর কথায়, ‘আমরা কি আর রাজশক্তির সঙ্গে ছলাকলায় পেরে উঠব! তাই এক সঙ্গে আছি।’ জয় নিয়ে একশ শতাংশ নিশ্চিত কংগ্রেস জেলা সভাপতি। তৃণমূলের দাবি গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার কংগ্রেস। তা এড়াতে এই ব্যবস্থা। তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার বলেন,’কুর্সিতে বসা নিয়ে নিজেদের মধ্যে কোন্দল চলছে, তাই এই ব্যবস্থা।’ চেয়ারম্যান তাদেরই হবেন আশাবাদী শাসকদল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup