LIVE News: নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান, চলছে উদ্ধারকাজ

নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান, চলছে উদ্ধারকাজ

লাইভ আপডেটস

Abhijit Chowdhury

আজ মকর সংক্রান্তি। গঙ্গাসগরে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ছে সকাল থেকে। এদিকে আজ সেনা দিবস। জোশীমঠের পরিস্থিতির দিকেও নজর থাকবে আজ। দিনের যাবতীয় খবরের ব্রেকিং আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

মকর সংক্রান্তির পুণ্য লগ্নে শনিবার ভোররাত থেকে গঙ্গাসাগর বেলাভূমিতে ভিড় করেছে লক্ষ লক্ষ মানুষ। রবিবার সকাল থেকে গঙ্গাসাগরে চলছে ডুব। এই আবহে ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নজরদারি। দেশবাসীকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘প্রকৃতি এবং সংস্কৃতির মহাপর্ব মকর সংক্রান্তির শুভেচ্ছা। এই উৎসবে সকলের জীবন নতুন উদ্যোম নিয়ে আসুক। অলসতা দূর করুক।’ মকর সংক্রান্তি এবং দিনের যাবতীয় খবরের ব্রেকিং আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

15 Jan 2023, 11:29:52 AM IST

নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান

নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে একটি ৭২-সিটের যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে। উদ্ধারকাজ চলছে। বিমানবন্দর আপাতত বন্ধ রয়েছে। হতাহতের সংখ্যা নিয়ে এখনও কিছু স্পষ্ট ভাবে জানানো হয়নি কর্তৃপক্ষের তরফে। তবে জানা গিয়েছে, বিমানকর্মী এবং যাত্রী সহ বিমানে মোট ৬৮ জন ছিলেন।

15 Jan 2023, 10:46:20 AM IST

‘নতুন কৌশল অবলম্বন করেছে প্রক্সি জঙ্গি সংগঠনগুলি’

সেনা দিবসে পাকিস্তানকে তোপ বাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডের। সেনা দিবসে বাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে বলেন, ‘নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার কারণে দেশে হিংসাত্মক ঘটনা কমেছে অনেকটাই। তবে এখন অনেক প্রক্সি সন্ত্রাসী সংগঠন হত্যালীলা চালিয়ে যাওয়ার জন্য একটি নতুন কৌশল অবলম্বন করেছে। সীমান্ত পারে সন্ত্রাসী পরিকাঠামো এখনও অটুট রয়েছে।’

15 Jan 2023, 10:43:43 AM IST

কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যায় আজ

সকালে কুয়াশার জেরে সঙ্কট তৈরি হয় কলকাতা বিমানবন্দরে। প্রতিকূল আবহাওয়া এবং দৃশ্যমানতা কম থাকায় সমস্যা হয় বিমান চলাচলে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যাওয়ায় বিমান অবতরণ এবং টেকঅফে সমস্যা হয়। বিমান চলাচল স্বাভাবিক রাখতে অত্যাধুনিক ক্যাট ৩ আলোর ব্যবহার করা হয়। 

15 Jan 2023, 10:41:39 AM IST

উচ্চ মাধ্যমিকে বহু কেন্দ্রে লাগানো হতে পারে মেটাল ডিটেক্টর

উচ্চ মাধ্যমিকে স্পর্শকাতর কেন্দ্রগুলিকে নিয়ে আগাম সতর্কতা অবলম্বনের পথে হাঁটতে চাইছে সংসদ। টুকলি বা প্রশ্ন ফাঁস রুখতে নেওয়া হতে পারে একাধিক পদক্ষেপ। এই আবহে বহু কেন্দ্রে মেটাল ডিটেক্টর লাগানো হতে পারে বলে জানা গিয়েছে।

15 Jan 2023, 10:38:48 AM IST

কুয়াশার জন্য দেরিতে চলছে বহু ট্রেন

সকাল থেকে ঘন কুয়াশার জেরে দেরিতে চলছে বহু ট্রেন। ডাউন জোধপুর এক্সপ্রেস, ডাউন অমৃতসর মেল, ডাউন দুন এক্সপ্রেস, ডাউন বিভূতি এক্সপ্রেস, ডাউন কালকা মেল, ডাউন পুণে-আজাদ হিন্দ এক্সপ্রেস, পুরী এক্সপ্রেস, হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস দেরিতে চলছে। 

15 Jan 2023, 10:36:29 AM IST

উত্তরবঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে শনিবার সন্ধ্যায় শিলিগুড়িতে এসে পৌঁছেছেন দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। গতকাল সন্ধ্যায় শিলিগুড়ি মহাকুমা পরিষদে জরুরি বৈঠক সাড়ে কেন্দ্রীয় দল। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লকের বিডিও সহ পঞ্চায়েত দফতরের আধিকারিকরা। রবিবার থেকেই বেশ কিছু ব্লকে যাওয়ার কথা রয়েছে তাঁদের।

15 Jan 2023, 10:07:39 AM IST

সিউড়িতে বিজেপি কর্মীদের হামলা ঘটনায় ধৃত দুই তৃণমূল কর্মী

বীরভূমের সিউড়িতে বিজেপির অঞ্চল সম্মেলনে হামলা ও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত বিকাশ মণ্ডল ও তন্ময় লোহার গোবিন্দপুর গ্রামেরই বাসিন্দা।

15 Jan 2023, 10:07:39 AM IST

গঙ্গাসাগরে কড়া নজরদারি

প্রথমবার গঙ্গাসাগরে তৈরি হয়েছে মেগা কন্ট্রোলরুম। সঙ্গে নজরদারির জন্য রয়েছে স্পিডবোট, থাকছে ড্রোন, নজরদারি চলছে ওয়াচ টাওয়ারেও। কড়া নজরদারি চালাচ্ছে অ্যান্টি-ক্রাইম প্যাট্রোলিং টিম। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে এখনও পর্যন্ত গঙ্গাসাগরে ভিড় হয়েছে প্রায় ৪০ লক্ষের বেশি মানুষের। ভিড়ি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে ৬টি ওয়াচ টাওয়ার থেকে সাতটি ভাষায় চলছে মাইকিং।

15 Jan 2023, 10:07:40 AM IST

বিপাকে পড়েছে গঙ্গাসাগরগামী পুণ্যার্থীরা

বঙ্গোপসাগরে উচ্চচাপের জেরে কুয়াশার দাপট চলছে গোটা দক্ষিণবঙ্গে। কাকদ্বীর লট নম্বর ৮ থেকে কুচুবেড়িয়া এবং নামখানা থেকে চেমাগুড়ি পর্যন্ত ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যার জেরে বিপাকে পড়েছে গঙ্গাসাগরগামী পুণ্যার্থীরা।

15 Jan 2023, 10:07:40 AM IST

‘বেনিয়মের উল্লেখ নেই কেন্দ্রের রিপোর্টে’

কেন্দ্রীয় দলের সফরের পর রাজ্যকে রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। প্রশাসনের খবর, ওই রিপোর্টের নিরিখে মন্ত্রক সুপারিশ করেছে, কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পে সাংসদদের যুক্ত করতে হবে এবং রিপোর্টে উল্লিখিত খামতির ব্যাপারে যথাযথ পদক্ষেপ করতে হবে। যদিও বেনিয়মের কোনও উল্লেখ রিপোর্টে নেই বলে দাবি। 

15 Jan 2023, 10:07:40 AM IST

দত্তপুকুর চড়কাণ্ডে অভিযুক্ত শিবম উধাও

গতকাল দত্তপুকুরে বিজেপি কর্মী সাগর বিশ্বাসকে চড় মারার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মী শিবম রায়ের বিরুদ্ধে। শিবমের এই কাণ্ডে ক্ষমাপ্রার্থী তাঁর পরিবারের সদস্যেরা। এদিকে চড়কাণ্ডে অভিযুক্ত শিবম ঘটনার পর থেকেই উধাও। 

15 Jan 2023, 10:07:41 AM IST

নির্দেশিকা জারি জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ

জোশীমঠের পরিস্থিতি আগামী দিনে কোন দিকে যাবে তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে পারবেন না কোনও বিশেষজ্ঞ, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। বিভ্রান্তিকর খবর যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। 

15 Jan 2023, 10:07:41 AM IST

সিএএ কার্যকর করা হবে ২০২৪  নির্বাচনের আগে: শান্তনু ঠাকুর

আগামী লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে জারি হবে নাগরিকত্ব সংশোধনী আইন। এমনই দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার পানাগড় মিলিটারি ক্যাম্পে প্রাক্তন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের সংবর্ধিত করা হয়। সেই অনুষ্ঠানেই সিএএ নিয়ে শান্তনু বলেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই এরাজ্যে লাগু হবে সংশোধিত নাগরিকত্ব আইন।’

15 Jan 2023, 10:07:41 AM IST

মকর সংক্রান্তির শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী

মকর সংক্রান্তির পুণ্য লগ্নে শনিবার ভোররাত থেকে গঙ্গাসাগর বেলাভূমিতে ভিড় করেছে লক্ষ লক্ষ মানুষ। রবিবার সকাল থেকে গঙ্গাসাগরে চলছে ডুব। এই আবহে ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নজরদারি। দেশবাসীকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘প্রকৃতি এবং সংস্কৃতির মহাপর্ব মকর সংক্রান্তির শুভেচ্ছা। এই উৎসবে সকলের জীবন নতুন উদ্যোম নিয়ে আসুক। অলসতা দূর করুক।’

15 Jan 2023, 10:07:41 AM IST

রুশ রকেট হামলায় মৃত ১২ ইউক্রেনীয়

ইউক্রেনের উপর বড় হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি পরিকাঠামোতে আঘাত করেছে রুশ বাহিনী। ইউক্রেনের ডিনিপ্রোর একটি নয়তলা অ্যাপার্টমেন্ট ভবনেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এই হামলায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।

15 Jan 2023, 10:07:43 AM IST

কটকের মন্দিরে জারি ১৪৪ ধারা

গতকাল ওড়িশার কটকে সিংহনাথ মন্দিরে মকর সংক্রান্তির মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। এই আবহে আজ সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

15 Jan 2023, 10:07:43 AM IST

বেঙ্গালুরুতে সেনা দিবসের অনুষ্ঠানে জেনারেল মনোজ পাণ্ডে

সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে গোবিন্দস্বামী প্যারেড গ্রাউন্ডে ২০২৩ সালের আর্মি দিবস ইভেন্টে যোগ দিয়েছেন। 

15 Jan 2023, 10:07:43 AM IST

সেনা দিবসে মোদী, রাজনাথের বার্তা

আজ ৭৫তম সেনা দিবস উদযাপিত হচ্ছে ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বর্তমান সেনাকর্মী, অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং তাঁদের পরিবারদের শুভেচ্ছা জানিয়েছেন। মোদী বলেছেন, প্রতি ভারতীয় সর্বদা আমাদের সৈন্যদের প্রতি কৃতজ্ঞ থাকবে।

বন্ধ করুন