Vande Bharat: ডিজাইনে বন্দে ভারত ট্রেন ‘এরোপ্লেনের চেয়েও ভালো’! ভূয়সী প্রশংসায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

বন্দেভারত এক্সপ্রেসের প্রশংসা এবার খোদ রেলমন্ত্রী। রবিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, বন্দে ভারতের ট্রেনটির নক্সা বিমানের থেকে ভালো। তিনি বিশ্বজুড়ে বন্দে ভারতের মতো নানান ট্রেনের সঙ্গে বন্দেভারত ট্রেনটির তুলনা করছিলেন। আর সেই সময়ই আইআইটির এই প্রাক্তনী ট্রেনটি নিয়ে এমন মন্তব্য করেন।

দেশের উন্নয়ন ও রেলওয়েজ রাজনীতিরও উপরে বলে এদিন মন্তব্য করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বন্দে ভারতের ভূয়সী প্রশংসা করে রেলমন্ত্রী বলেন, ‘বন্দে ভারত একটি অসামান্য ট্রেন। এটি ০-১০০ কিলোমিটার ৫২ সেকেন্ডে যেতে পারে। বিশ্বের বাকি সমতুল্য ট্রেনগুলি তা পারে ৫৪ থেকে ৬০ সেকেন্ডে।’ এরই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘বন্দে ভারত ট্রেনগুলির ডিজাইন এরোপ্লেনের থেকেও ভালো। সবচেয়ে বেশি সুখকর সফরের উফভোগ দিতে পারে এই ট্রেনগুলি। ’ প্রসঙ্গত, সেকেন্দ্রাবাদ, -বিশাখাপত্তনম বন্দেভারত ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তেলাঙ্গানায় এই রেলের এই ট্রেন উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রসঙ্গ তোলেন কেন্দ্রের তরফে তেলাঙ্গানাকে দেওয়া নানন সুযোগ ও অনুদানের। উল্লেখ্য, ২০২৩ সালেই রয়েছে তেলাঙ্গানায় বিধানসভা ভোট। সেখানে আঞ্চলিক শাসকদল টিআরএসের সঙ্গে জোরদার টক্করে নামছে বিজেপি।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘সেকেন্দ্রাবাদ স্টেশনটি বিশ্বমানের স্টেশন হয়ে উঠবে। প্রধানমন্ত্রী মোদী ৭২০ কোটি টাকার অনুমোদন করেছেন এই স্টেশনের উন্নতিকল্পে। এটির সঙ্গে তেলাঙ্গানার ৩৫ টি স্টেশনের উন্নয়ন হবে।’ তেলাঙ্গানার উন্নতিতে কী কী সম্ভাবনা রয়েছে, তার খতিয়ানও তুলে ধরেছেন অশ্বিনী বৈষ্ণব। উল্লেখ্য, তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে সংযোগকারী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন রেলমন্ত্রী। সেকেন্দ্রাবাদ ও বিশাখাপত্তনম সংযোগকারী এই বিশেষ বন্দো ভারত ট্রেনটি ৭০০ কিলোমিটারের দূরত্ব শেষ করবে ৮.৫ ঘণ্টায়। যা আগে লাগত ১২ ঘণ্টা। কেন্দ্রীয় রেলমন্ত্রী বলছেন, ‘বন্দে ভারত এক্সপ্রেস, একদিক থেকে তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সংযুক্ত করবে।’ তিনি বলেন, ‘বন্দে ভারত তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে যা প্রকাশ করছে সব কিছুর সেরার সেরা চায় ভারত।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup