মা ক্যান্টিন আছে, ফ্রি রেশন আছে… সখ করে বাইরে যাওয়ার দরকার কী? প্রশ্ন মমতার

তাঁর সরকারের প্রকল্পের ওপর ভরসা করে প্রবাসীদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার SSKM হাসপাতালের ৬৭ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগদান করে এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এক লক্ষ টাকা হাতে থাকলেই কলকাতায় বহাল তবিয়তে বেঁচে থাকা যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এরাজ্যে যদি সব পাওয়া যায় তাহলে বাইরে যাওয়ার দরকার কী? দরকার না থাকলে শুধুমাত্র সখ মেটাতে বাইরে যাওয়া উচিত নয়। আমার এক ভাইঝি শিকাগোয় থাকে। কিন্তু আমার তা পছন্দ নয়।’

মমতার দাবি, ‘অনেকের বাইরে যাওয়া নেশা। প্রচুর আয় করলাম, কিন্তু অসুখ করলে দেখার লোক নেই। অন্যদিকে বৃদ্ধ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। নইলে বাথরুমে পড়ে গেলে তোলার লোক নেই। পরিবার নিয়ে থাকাটা আনন্দের না ওই জীবনটা আনন্দের আপনিই বলুন।’

মুখ্যমন্ত্রীর দাবি, প্রবাসে যেমন আয় বেশি তেমন খরচও বেশি। তিনি বলেন, ‘বাইরে ইনকাম বেশি হতে পারে। কিন্তু খাওয়া, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়ার যা খরচ তার থেকে এখানে কম খরচে ভালো জীবন কাটানো সম্ভব। কলকাতায় ১ লক্ষ টাকায় আমি ডুগডুগি বাজিয়ে ভালো জীবন কাটাতে পারব। বেশি খেলেও খরচা হয় না। মা ক্যান্টিন আছে, ফ্রি রেশন আছে, ফ্রি চিকিৎসা পরিষেবা আছে, অনেক সুবিধা।’

বলে রাখি, ২০২০ সালে করোনার লকডাউন ঘোষণার পর পশ্চিমবঙ্গ থেকে ভিনরাজ্যে যাওয়া বিভিন্ন পেশার মানুষ সেই সব রাজ্যে আটকে পড়েন। বেশ কয়েক মাস আটকে থাকার পর কেন্দ্রীয় সরকার ট্রেন চালানো শুরু করলে রাজ্যে ফিরতে শুরু করেন তাঁরা। তখন প্রবাসীদের নিয়ে আসা সেই সমস্ত ট্রেনকে ‘করোনা এক্সপ্রেস’ বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।