Mid Day Meal corruption: মিড ডে মিলের টাকা দিয়ে দুয়ারে সরকার ক্যাম্প! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

১০০ দিনের প্রকল্প থেকে শুরু করে জব কার্ড এবং একাধিক প্রকল্পে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে বরাবর সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার মিড ডে মিল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, কেন্দ্রের পাঠানো টাকা নিয়ে দুয়ারে সরকার ক্যাম্প করছে রাজ্য সরকার। মিড ডে মিল নিয়ে শুভেন্দুর আনা সম্পূর্ণ নতুন অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

শনিবার পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে বারাকপুরে সাংগঠনিক জেলার অঞ্চল সম্মেলন করেন শুভেন্দু অধিকারী। তার শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘দু’বছর করোনা পর্বে সাড়ে ৯ কোটি কেজির চাল ও স্যানিটাইজার, মাস্ক কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। মিড ডে মিলের অ্যাকাউন্টের টাকা ভারত সরকারের। এই টাকা পড়ে থাকলে সুদ হয়। সেই সুদের টাকাতে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আরও বিভিন্ন কর্মসূচি চালাচ্ছে রাজ্য সরকার।’ এই টাকা ব্যবহারকে বেআইনি বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। সুদই নয়, এ নিয়ে কেন্দ্রের কাছেও তিনি অভিযোগ জানিয়েছেন বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, এ নিয়ে কেন্দ্র থেকে প্রতিনিধি দল আসছে। তারা মিড ডে মিল সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখে সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এ বিষয়ে অডিট টিম পাঠিয়ে অনুসন্ধান করবেন বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, কেন্দ্র থেকে মিড ডে মিল খতিয়ে দেখার পাশাপাশি তারা বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখবেন। যার মধ্যে রয়েছে, রাজ্য থেকে স্কুলগুলিতে মিড ডে মিলের জন্য যে অর্থ বরাদ্দ করার কথা তা ঠিকমতো হচ্ছে কিনা? এবং তা কতটা কার্যকরী হচ্ছে? তা দেখার পাশাপাশি অন্যান্য বিষয় খতিয়ে দেখবে। এরইমধ্যে মিড ডে মিলে দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করেছেন। সে বিষয়ে এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘অপেক্ষা করুন। একের পর এক সব দুর্নীতি বেরিয়ে আসবে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup