Tripura: ‘সিপিএম এবং কংগ্রেস নেতাদের মুখ গোমূত্র দিয়ে মুখ ধুয়ে নেওয়া উচিত’, বিতর্কে জড়ালেন ত্রিপুরার মন্ত্রী

ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনে জোট করতে রাজি হয়েছে সিপিএম এবং কংগ্রেস। এই জোট নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেছেন, ‘সিপিএম এবং কংগ্রেস নেতারা গণতন্ত্রের কথা বলার আগে তাদের মুখ গোমূত্র দিয়ে মুখ ধুয়ে নেওয়া উচিত।’ আগামী ফেব্রুয়ারিতে ভোট হওয়ার কথা। তার আগে আইনমন্ত্রীর এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

রতনলাল অভিযোগ করেন, বামফ্রন্টের শাসনকালে হাজার হাজার কংগ্রেস নেতা ও কর্মীকে সিপিএম দুষ্কৃতীরা হত্যা করেছিল। জোট নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেছেন, ‘ত্রিপুরার জনগণ উপযুক্ত জবাব দেবে।’এপ্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ এবং তাঁর ছেলে তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকেও নাম না করে আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘আগে বাবা বামদের সাথে জোট গঠনের চেষ্টা করেছিলেন এবং এখন ছেলে একই ধরণের উদ্যোগ নিয়েছে।’

রাজ্যের আইনমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, ‘আমরা তাঁর মন্তব্যে বিস্মিত নই। কারণ যারা নিয়মিত গৌমূত্র পান করেন তাদের গণতন্ত্র শব্দটিতে ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক।’ এক কংগ্রেস নেতা পাল্টা কটাক্ষ করে বলেন, ‘আমরা পরিষ্কার জল দিয়ে মুখ ধুই। কিন্তু এটা রাজ্যে পাওয়া যায় না। গৌমূত্র দিয়ে মুখ ধুয়ে ফেলা বিজেপির কাজ।’ উল্লেখ্য, এর একদিন আগে মুখ্যমন্ত্রী মানিক সাহা কংগ্রেস-সিপিএম জোটকে অপবিত্র বলে মন্তব্য করেছিলেন। পাশাপাশি উভয় বিরোধী দলকে নিছক রাজনৈতিক বেঁচে থাকার জন্য যোগসাজশ করার অভিযোগ করেছিলেন। অন্যদিকে, ‘রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছিলেন, মানুষ এই জোটকে প্রত্যাখ্যান করবে। যেমনটি পশ্চিমবঙ্গে প্রত্যাখ্যান করেছিল।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup