ওড়ার মুখেই বিমানের এমার্জেন্সি গেট খুলে ফেললেন যাত্রী, Indigoতে হইচই

নেহা এলএম ত্রিপাঠি

বিমান পুরোপুরি ওড়ার আগেই ইন্ডিগো বিমানের এমার্জেন্সি গেট খুলে ফেলেছিলেন এক যাত্রী। এনিয়ে মঙ্গলবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের তরফে জানানো হয়েছে সুরক্ষার সঙ্গে কোনওভাবেই আপোস করার কোনও ব্যাপার নেই। গত বছরের ১০ ডিসেম্বর ইন্ডিগো ফ্লাইট ৬-ই ৭৩৩৯ তে এই ঘটনা হয়। চেন্নাই থেকে ত্রিচির দিকে যাওয়ার কথা ছিল বিমানটির। এটি সকাল ১০.০৫ মিনিটে টেক অফ করার কথা ছিল। প্রায় আড়াই ঘন্টা দেরিতে চলছিল এই বিমান।

এদিকে ওই যাত্রী টেক অফের আগেই এমার্জেন্সি ডোর খুলে ফেলেন বলে খবর। এমনকী দাবি করা হয় তিনি নাকি ছিলেন বিজেপির এক জনপ্রতিনিধি। সর্বভারতীয় স্তরেও তাঁর নামডাক রয়েছে।

এক ডিজিসিএ আধিকারিক জানিয়েছেন, মনে করা হচ্ছে ভুল করে এই ঘটনা ঘটানো হয়েছিল। ডান দিকে থাকা এমার্জেন্সি গেটটি ওই যাত্রী খুলে ফেলেছিলেন। এয়ারক্রাফটি তখন মাটিতেই ছিল।

আধিকারিকরা জানিয়েছেন, বিমানের ক্রুরা বিষয়টি জানতে পেরেই দ্রুত ব্যবস্থা নেন। বিমান ওড়ার আগে ফের দরজাটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা, প্রেসারগুলি পরীক্ষা করে দেখা হয়। এর সঙ্গেই জানিয়ে দেওয়া হয়েছে, কোনও সুরক্ষার ক্ষেত্রেই আপোস করা হবে না।

ইন্ডিগোর মুখপাত্র জানিয়েছিলেন, একজন যাত্রী আচমকাই এমার্জেন্সি গেট খুলে ফেলেছিলেন। তবে ওই যাত্রী এরপরই এনিয়ে ক্ষমা চান।এদিকে এসওপি মেনেই গোটা ঘটনা নথিভুক্ত করা হয়।এরপর ওই বিমানের যাবতীয় যন্ত্রাংশ পরীক্ষা করে দেখা হয়। তারপর বিমানটি ছাড়া হয়। তবে এর জেরে বিমানটি ছাড়তে কিছুটা দেরি হয়ে গিয়েছিল।

তবে এবারই প্রথম নয়। এর আগে এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান যাত্রীর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। এয়ার ইন্ডিয়ার এক বিমানে একজন মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছিল এক পুরুষ যাত্রীর বিরুদ্ধে। পরে তাকে গ্রেফতারও করা হয়। অন্যদিকে এক যাত্রী বিমানের টয়লেটে সিগারেট ধরিয়েছিলেন বলেও অভিযোগ।

এবার একেবারে বিমানের এমার্জেন্সি দরজা খুলে দেওয়ার অভিযোগ বিমানের যাত্রীর বিরুদ্ধে উঠেছে।

এর আগে বিমানে মদ্যপ যাত্রীদের উপস্থিতিকে কেন্দ্র করেও জোর শোরগোল পড়ে গিয়েছিল। সম্প্রতি দিল্লি থেকে পটনাগামী এক বিমানে মদের বোতল নিয়ে উঠেছিলেন দুই যাত্রী। অভিযোগ, বিমান মাঝ আকাশে থাকাকালীন নিজেদের বোতল থেকে মদ খাওয়ার চেষ্টা করেন সেই যাত্রীরা। পরে পটনায় বিমানটি অবতরণ করলে সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয় দু’জনকে। মত্ত অবস্থায় থাকা এই দুই যাত্রীকে পরে পটনা পুলিশ গ্রেফতার করে। এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানানো হয়। পটনা বিমানবন্দরের সংশ্লিষ্ট আধিকারিক গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup