ডিউ ফ্যাক্টর ইস্যুতে অশ্বিনের দাবি নিয়ে এবার মুখ খুললেন রোহিত, দিলেন বড় বয়ান!। Rohit Sharma responds to Ravichandran Ashwin suggestion of early start to World Cup matches

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের (India) মাটিতে চলতি বছর বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর বসবে। তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) দাবি, ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপের ম্যাচগুলি, সকাল সাড়ে ১১টা থেকে শুরু হোক। এদেশে দিন-রাতের ৫০ ওভারের ম্যাচগুলি দুপুর ১:৩০ মিনিটে শুরু হয়ে থাকে। ফলে ডিউ ফ্যাক্টর (Due Factor) বড় আকার ধারণ করে। এবার সতীর্থ অশ্বিনের সেই বক্তব্য নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা (Rohit Sharma)। টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়কের দাবি, এটা ভালো আইডিয়া হলেও সবটা কিন্তু ম্যাচ সম্প্রচারকারী চ্যানেল ঠিক করবে। 

কেন সকালের দিকে ম্যাচ হওয়া উচিত? সেই ব্যাখ্যা দিতে গিয়ে অশ্বিন গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একদিনের ম্যাচের উদাহরণ টেনেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল ৩৭৩ রান করার পরেও, শেষ পর্যন্ত ৬৭ রানে জয় পায়। অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলের ভিডিয়োতে বলেছেন, “ভারত ধীর উইকেটে দুর্দান্ত ব্যাটিং করে বড় রানের স্কোর করেছিল। কিন্তু তার পরেও ভারতকে কঠিন লড়াই করতে হয়েছে।” তিনি আরও যোগ করেছেন, “দলের মধ্যে মানের পার্থক্য থাকছে না। টসে হেরে গেলে শিশির সেই ব্যবধান কমাচ্ছে। ওয়ানডে বিশ্বকাপের জন্য আমার পরামর্শ বা বরং আমার মতামত বলা ভালো, আমরা কোন মাঠে এবং কোন সময়ে খেলছি সেটা দেখা। কেন বিশ্বকাপের ম্যাচ আমরা সকাল সাড়ে ১১টায় শুরু করবে না?” 

আরও পড়ুন: Anustup Majumdar, BEN vs HAR: লাহলির বাউন্সি পিচে ফের বাংলার ত্রাতা অনুষ্টুপ, শতরানের পরেও নির্লিপ্ত ‘ক্রাইসিস ম্যান’

আরও পড়ুন: Sarfaraz Khan vs BCCI, Ranji Trophy 2022-23: ফের শতরান করে সিধু মুসেওয়ালার মতো সেলিব্রেট করলেন চেতন শর্মাদের ‘মিথ্যাবাদী’ বলা সরফরাজ

সেই প্রসঙ্গ নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে প্রশ্ন তোলা হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেলতে নামার আগে রোহিত বলেন, “অশ্বিনের আইডিয়া খুব ভালো। কারণ কোনও দলের অধিনায়ক টসের উপর ভিত্তি করে ম্যাচ জিততে কিংবা হারতে চায় না। বিশ্বকাপের মতো মঞ্চে তো একেবারেই নয়। তাই ভারতের মাটিতে সকালের দিকে খেলা শুরু হলে বেশ ভালো হয়। তবে এটা আদৌ সম্ভব হবে কিনা জানা নেই। কারণ (অনেকটা হেসে) ব্রডকাস্টাররা ম্যাচ শুরুর সময় ঠিক করবে।’ 

সকাল সাড়ে ১১টায় খেলা শুরু হলে, সম্প্রচারকারীদের জন্য আদর্শ নাও হতে পারে। সেটা অশ্বিন জানেন। যদিও তাঁর দাবি ছিল, “আইসিসি খুব ভালো করেই জানে যে, সেই সময় শিশির বড় ফ্যাক্টর হবে। তাই প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর কথা মাথায় রেখে ম্যাচগুলো এগিয়ে নিয়ে আসাই যায়। আইসিসি যদি সকাল ১১:৩০টায় ম্যাচ শুরু করি, তাহলে শিশির ফ্যাক্টর হিসেবে বাধা দেবে না।” 

এখন ক্রিকেটারদের বার্তায় আইসিসি ও ম্যাচ সম্প্রচারকারী চ্যানেল সাড়া দেয় কিনা সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)