হরিদেবপুরে প্রোমোটারের বিরুদ্ধে মহিলাকে খুনের অভিযোগ, বিক্ষোভের মুখে পুলিশ

কলকাতা লাগোয়া হরিদেবপুর বাড়ি থেকে ঢল ছোড়া দূরত্বে মহিলার দেহ উদ্ধারকেকেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ প্রোমোটিংয়ের জন্য জমি হাতাতে অ্যাসিড খাইয়ে খুন করা হয়েছে লক্ষ্মী সাউ (৪৪) নামে ওই মহিলাকে। এই ঘটনায় ৩ প্রোমেটারকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের মেয়ের দাবি, আগে অভিযোগ জানালেও তৎপর হয়নি পুলিশ।

নিহতের মেয়ে জানিয়েছেন, সোমবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন হরিদেবপুর পূর্বপাড়ার বাসিন্দা তাঁর মা লক্ষ্মী সাউ। দীর্ঘক্ষণ না ফেরায় তাঁকে খুঁজতে বেরোন তিনি। তখন দেখেন বাড়ির কাছেই সমীর চক্রবর্তী নামে এক প্রোমোটারের বাড়ির সামনে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাঁরা জানান, অ্যাসিড খাওয়ার ফলে মৃত্যু হয়েছে তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে তারা। এর পর গ্রেফতার করে ৩ অভিযুক্তকে।

নিহতের পরিবারের দাবি, ছোট্ট এক টুকরো জমিতে বাড়ি ও দোকানঘর ছিল লক্ষ্মীদেবীর। সেখানে প্রোমোটারি করার জন্য তাঁর ওপরে চাপ দিচ্ছিল সমীর চক্রবর্তী ও তাঁর দলবল। এমনকী তাদের করা অভিযোগের জেরে ২ বার গ্রেফতারও হন লক্মীদেবী। পালটা সমীরবাবুদের বিরুদ্ধে হুমকি ও জমি দখলের চেষ্টার অভযোগ করেন। অভিযোগ, তার পরও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

সোমবার দুপুরে ঘটনার তদন্ত করতে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের দাবি, পুলিশ তৎপর হয়ে অভিযুক্তদের গ্রেফতার করলে লক্ষ্মী দেবী হয় তো খুন হতেন না।

নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তিনি নিজে অ্যাসিড খেয়েছেন না কেউ খাইয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।