Didir Doot: কেমন আছেন সুজনদা?‌ সিপিএম নেতার দুয়ারে দিদির দূত বিধায়ক লাভলি

দিদির সুরক্ষা কবচ নিয়ে আজ সিপিএম নেতার বাড়ি গেলে তৃণমূল কংগ্রেস নেত্রী। এই ঘটনায় অবাক অনেকেই। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ তো অমান্য করা যায় না। তাই সেই কর্মসূচি পালন করতেই হাজির তিনি। হ্যাঁ, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে ‘দিদির দূত’ হয়ে গেলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলি মৈত্র। তাতে অনেকেই ভূত দেখার মতো অবস্থা। কারণ যাঁরা ভাবতে পারেননি অভিনেত্রী বিধায়ক সিপিএম নেতার বাড়িতে আসতে পারেন তাঁরাই ভূত দেখার মতো দেখলেন। রাজনীতির ময়দানে যুযুধান প্রতিপক্ষ হলেও এভাবে সৌজন্য রক্ষা হল। মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্র সোনারপুর দক্ষিণের বিভিন্ন এলাকায় এভাবেই ঘুরে কর্মসূচি পালন করলেন তিনি।

কেন সুজনের বাড়িতে গেলেন?‌ কালিকাপুর–১ পঞ্চায়েতের পূর্ব মন্দিরপাড়ায় বাড়ি প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। এই পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেসের দখলে। এই বাড়িতেই সুজনবাবুরা চার ভাই একসঙ্গে থাকেন। সুতরাং এই সিপিএম নেতার এলাকারই বিধায়ক লাভলি মৈত্র। এখানেই বাড়ি বাড়ি যাচ্ছিলেন বিধায়ক লাভলি মৈত্র। তখনই ঢুকে পড়েন সুজন চক্রবর্তীর বাড়িতে।

লাভলি–সুজনের দেখা কি হল?‌ তৃণমূল কংগ্রেস বিধায়ক যখন সিপিএম নেতার বাড়িতে যান, তখন সুজনবাবু ছিলেন তমলুকে। তাই দেখা হয়নি সুজনের সঙ্গে লাভলির। তবে সুজনের সম্পর্কে খোঁজখবর নেন লাভলি। আর সুজনের দাদা রতন চক্রবর্তী এবং তাঁর ভাই রঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা হয় বিধায়কের। তাঁদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। তাঁরা এলাকার পানীয় জল, রাস্তা এবং খাল সংস্কারের আবেদন জানান তৃণমূল কংগ্রেস বিধায়কের কাছে। আর এই সমস্যাগুলির সমাধানের আশ্বাস দেন বিধায়ক।

কী কথা হল সুজন–লাভলির?‌ না, তাঁদের দেখা হয়নি। তবে কথা হয়েছে মোবাইল ফোন মারফত। রাজনীতি ময়দানে লাভলি–সুজন দুই মেরুর হলেও সুন্দর কথা হল তাঁদের মধ্যে। মোবাইল ফোনে লাভলি বাম নেতাকে জিজ্ঞাসা করলেন, ‘‌সুজনদা কেমন আছেন?‌ শরীর কেমন আছে?‌’‌ পাল্টা সুজন চক্রবর্তী বলেন, ‘‌ভাল আছি। তুমি কেমন আছো?‌ আমি তো আজ বাড়িতে নেই। পূর্ব মেদিনীপুরে দলের কর্মসূচিতে এসেছি। একদিন এসো। কথা হবে। চায়ের আমন্ত্রণ রইল।’‌ উত্তরে মৃদু হেসে লাভলি বলেন, ‘‌নিশ্চয়ই যাব। এবার জানিয়ে আসব।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup