Sunil Gavaskar Comments On Virat Kohli, Rohit Sharma’s T20I Future

নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বিশ ওভারের ফর্ম্যাটে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় দলে নেই। স্বাভাবিক কারণেই তাই টি-টোয়েন্টিতে এই দুই ভারতীয় তারকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। ভারতীয় নির্বাচকরা এই বিষয়ে আলাদাভাবে কিছুই বলেননি বটে, তবে সুনীল গাওস্করের (Sunil Gavaskar) দাবি নির্বাচকরা টি-টোয়েন্টি ফর্ম্যাটে তরুণ ক্রিকেটারদেরই সুযোগ দিতে বেশি করে আগ্রহী। 

রোহিত-কোহলির ভবিষ্যৎ

তবে তরুণদের প্রাধান্য দেওয়ার দাবি করলেও, গাওস্কর কিন্তু মনে করছেন রোহিত, বিরাটদের টি-টোয়েন্টি সফর এখানেই শেষ নয়। তিনি বলেন, ‘পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর ২০২৪ সালে আয়োজিত হবে। আমার মনে হয় নির্বাচকরা তরুণ খেলোয়াড়দেরই বেশি করে সুযোগ দিতে চাইছেন। এর মানে কিন্তু এটা নয় যে রোহিত, কোহলিকে আর কোনোদিন এই ফর্ম্যাটে নির্বাচনের জন্য বিবেচনাই করা হবে না। ওরা গোটা ২০২৩ সাল জুড়ে ভাল পারফর্ম করলে তো ওদের দলে রাখতেই হবে।’

গাওস্কর মনে করছেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে বিরাট, রোহিতকে হয়তো কিছুটা বিশ্রামই দিতে চেয়েছিলেন, তাই জন্যই তাঁদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়নি। ‘সামনেই তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। সেই সিরিজের আগে হয়তো নির্বাচকরা ওঁদের (বিরাট, রোহিতকে) বিশ্রাম দিতে চেয়েছেন যাতে এই বড় সিরিজে ওরা নতুন করে শুরুটা করতে পারে। তাতে আখেরে কিন্তু ভারতেরই লাভ হবে।’

পন্থের পোস্ট

স্বস্তির খবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। স্বস্তির খবর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জন্য। সফ অস্ত্রোপচার হয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant)। নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগপূর্ণ পোস্ট করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা বাঁহাতি উইকেট কিপার। গত বছরের ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন তিনি। সেই ঘটনার ১৭ দিন পর প্রথম বার মুখ খুললেন পন্থ। 

সোশ্যাল মিডিয়ায় পন্থ সবাইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ”দুর্ঘটনার পর থেকে যে ভালবাসা এবং শুভেচ্ছা পেয়েছি তাতে আমি আপ্লুত এবং কৃতজ্ঞ। আমার অস্ত্রোপচার সফল হয়েছে, এটা জানাতে পেরে খুব খুশি। ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, তার জন্য আমি তৈরি। অসাধারণ সমর্থনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, সচিব জয় শাহ এবং সরকারি আধিকারিকদের অনেক ধন্যবাদ।”

আরও পড়ুন: ভারত না নিউজিল্যান্ড, ওয়ান ডেতে মুখোমুখি সাক্ষাৎকারে এগিয়ে কোন দল?