জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ | BD24Live.com

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ১৮ জানুয়ারি ২০২৩

ছবি – সংগৃহীত

ইইউ’র হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি বলেন,আমরা জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চাই।নির্বাচন কমিশন এ বিষয়ে ইতিবাচক। বুধবার (১৮ জানুয়ারী) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

বেলা সাড়ে ১২ টা থেকে শুরু হওয়া বৈঠকটি চলে দেড়ঘণ্টাব্যাপী।এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল,নির্বাচন কমিশনার মো. আলমগীর ও নির্বাচন কমিশনার আনিছুর রহমান উপস্থিত রয়েছেন। তবে নির্বাচন কমিশনার আহসান হাবিব ও রাশেদা সুলতানা এ বৈঠকে অংশ নেয়নি৷ এ ছাড়া ইসি সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত ছিল। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের এম্ব্যাসেডর চার্লস হোয়াইটলিসহ ১১ জন প্রতিনিধি ছিলেন। যার নেতৃত্বে ছিলেন হোয়াইটলি।

ইইউ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় জানিয়ে তিনি বলেন,’ নির্বাচন কমিশন এ বিষয়ে ইতিবাচক। আমরা মনেকরি নির্বাচন কমিশনের কাজ এবং অগ্রগতিতে প্রযুক্তিগত এবং পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আরো আলোচনা করার সুযোগ রয়েছে।’

ইইউ’র হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি সাংবাদিকদের বলেন’, আমরা আজ ইইউ মিশন থেকে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাত করেছি। নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। গত বছরের জুলাইয়ে শেষ বৈঠকের পর থেকে এটির আরো অগ্রগতি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বিদেশী মিশনের সাথে কথা বলার জন্য আমাদের স্বাগত জানিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের ইসির প্রস্তুতির বিষয়টি নিয়ে বৈঠকে আমাদের আলোচনা বেশি হয়েছে। সবাই চায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। তাই আমরা ইসির কাছে কোনো সুপারিশ করিনি। তারা তাদের কাজ করবে।’

বৈঠকে অংশ নেয়া অন্য প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ঢাকায় ইইউর ডেপুটি হেড অফ মিশন ব্রেন্ড স্পাইনার, ডেনমার্কের দূত ইউনি স্ট্র‍্যাপ পিটারসন, সুইডেনের দূত আলেকজান্দ্রা বার্গ ভন, জার্মানির দূত আচিম টোস্টার, নেদারল্যান্ডসের দূত এন্যি গিরার্ড ভ্যান লুইন, ফ্রান্সের ডেপুটি হেড অফ মিশন গিলিয়াম এড্রেন ডে কের্ডেল, ইতালির ডেপুটি হেড অফ মিশন মাতিয়া ভেনচুরা, স্পেনের হেড অফ মিশন ইগনাসিয়ো সাইলস ফার্নান্দেজ, সুইজারল্যান্ডের দূত নাথালি চুয়ার্ড ও নরওয়ের দূত এস্পেন রিক্টার সেভেন্ডসেন।

আশরাফুল/সাএ