Legal notice to Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান, কিন্তু কেন?‌

‌কলকাতা হাইকোর্ট রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করা যাবে না বলে নির্দেশ দিয়েছে। এমনকী তাঁর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আর তারপর থেকেই ডেয়ার ডেভিল হয়ে উঠেছেন বিরোধী দলনেতা বলে অভিযোগ। এমনই এক ঘটনায় এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান। এমনকী ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় সম্মানহানির জন্য ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

ঠিক কেন এই আইনি নোটিশ? গত ১৪ জানুয়ারি বনগাঁয় একটি সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক সেখানে নজিরবিহীনভাবে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। প্রত্যেকটি সভা থেকেই তিনি তা করে থাকেন। এবারও সুর সপ্তমে চড়িয়ে আক্রমণ করেন বিরোধী দলনেতা। আর তা করতে গিয়েই শুভেন্দু অধিকারী বহরমপুর পুরসভার চেয়ারম্যানের নাম উল্লেখ করে বলেন, ‘‌নাড়ুগোপাল মুখোপাধ্যায় নামে ওই চেয়ারম্যান নাকি মেয়ের জন্মদিনে ৫০ লক্ষ টাকা খরচ করেছেন।’‌

আর কী জানা যাচ্ছে?‌ শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে মেনে নেননি বহরমপুর পুরসভার চেয়ারম্যান। তাই পাল্টা আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সেই আইনি নোটিশে বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে রাজ্যের বিরোধী দলনেতাকে। আর সম্মানহানির জন্য দিতে হবে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ। এমনকী নন্দীগ্রামের বিধায়ককে অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে। এই নিয়ে শুভেন্দু অধিকারী অবশ্য কোনও প্রতিক্রিয়া এখনও সংবাদমাধ্যমে দেননি।

কেন এমন মন্তব্য করলেন?‌ সূত্রের খবর, বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট বলছে পঞ্চায়েত নির্বাচনে তেমন কোনও সাফল্য পাবে না গেরুয়া শিবির। তাই ভোকাল টনিক দিয়ে যদি কিছু ভোট পাওয়া যায়। এখন সকল বিজেপি নেতারাই এমন মন্তব্য করে থাকছেন। কেউ ডান্ডা ব্যবহার করবেন বলছেন, কেউ পাল্টা চড় মারতে বলছেন, আবার কেউ বোমা–গুলি মারতে নিদান দিচ্ছেন। এভাবেই কুকথার বন্যা বইছে। প্রায়ই নেতাদের মুখে শোনা যাচ্ছে আক্রমণাত্মক মন্তব্য। এমনকী রাজনীতির গণ্ডি পেরিয়ে ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করা হচ্ছে। তার খেসারত এই আইনি চিঠি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup