Viral Video: ‘ভারত জোড়ো যাত্রা’র র‌্যাপ! শুনে আঁতকে উঠেছেন অনেকেই

ঢিনচ্যাক পূজা এমন একটি নাম যা ভারতীয়রা সহজে ভুলতে পারেননি। এবং পারবেনও না। তাঁর সঙ্গীত অধিকাংশ ভারতীয়র মনের উপর একটি ছাপ রেখে গিয়েছে। সম্প্রতি আনাম আলি নামে এক মহিলা একটি র‌্যাপ গান পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। এবং নেটিজেনরা এটি শুনে তাঁর সঙ্গে ঢিনচ্যাক পূজার তুলনা করা শুরু করে দিয়েছেন।

আনাম টুইটারে গিয়ে তাঁর র‌্যাপ গানটি শেয়ার করেছেন। এটি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে নিয়ে। নেটিজেনদের সেই সূত্রেই ঢিনচ্যাক পূজার কথা মনে করিয়ে দিয়েছেন। পূজা তাঁর ‘সেলফি ম্যানে লেলি আজ’ এবং ‘সোয়াগ ওয়ালি টোপি’-র মতো র‌্যাপ গানের মাধ্যমে ভাইরাল হয়েছিলেন৷

ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই আনামের গান শুনে আঁতকে উঠেছেন। তাঁরা তাঁর গানকে ‘অত্যাচার’ বলেও মন্তব্য করেছেন। কেউ বলেছেন, উনি হলেন ‘ঢিনচ্যাক পূজা ২.০’ বা ‘ঢিনচ্যাক পূজা লাইট’।

একজন ঠাট্টা করে বলেছেন, ‘আমি হাসতে হাসতে মরে গিয়েছি! কী ভীষণ প্রতিভা!’ আর এক ব্যক্তি বলেছেন, ‘ঢিনচ্যাক পূজার কড়া প্রতিযোগী।’ তৃতীয় একজন মন্তব্য করেছেন, ‘আজকের জন্য যথেষ্ট হয়েছে। আর নয়।’

কেউ কেউ এমনও বলেছেন যে, আনামের তুলনায় ঢিনচ্যাক পূজাও অনেক ভালো।

একজন মন্তব্য করেছেন, ‘আমি সব সময় ভেবেছিলাম যে ঢিনচ্যাক পূজা সবচেয়ে খারাপ র‌্যাপার। কিন্তু আপনার গান শোনার পর আমি বুঝতে পেরেছি যে, কত ভালো র‌্যাপার ধিংচাক পূজাও।’

অন্য একজন লিখেছেন, ‘ এটা দেখার পরে আমার একটি কথা বলার আছে: ঢিনচ্যাক পূজাকে এবার থেকে সম্মান করুন।’