Army Jawan electrocuted in NJP station: জল মাপতে গিয়ে ২৫,০০০ ভোল্টের ‘শক’, NJP স্টেশনে মৃত্যু সেনা জওয়ানের

নিউ জলপাইগুড়ি স্টেশনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক জওয়ানের। আহত হয়েছেন তিন জওয়ান। তাঁদের ব্যাঙডুবি সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রাথমিকভাবে খবর, স্টেশনে ট্রেন ঢোকার সময় ট্যাঙ্কে জলের পরিমাণ মাপতে গিয়ে সেই দুর্ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের পাঁচ প্ল্যাটফর্মে ঢুকছিল একটি ট্রেন। বিশেষ ওই ট্রেনে চেপে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ভারতীয় সেনার একটি ব্যাটেলিয়ন যাচ্ছিল। ট্রেনে সেনার গাড়িও ছিল। প্রাথমিকভাবে খবর, ট্যাঙ্কে কতটা জল আছে, তা মাপার চেষ্টা করেন জওয়ানরা। তখনই ঘটে বিপত্তি। ওভারহেড তার স্পর্শ করে ফেলেন তাঁরা। ঘটনাস্থলেই এক জওয়ানের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে খবর মিলেছে।

সেই ঘটনায় আরও তিনজন জওয়ান আহত হয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের রেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত ব্যাঙডুবি সেনা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। তবে বিষয়টি নিয়ে সেনার তরফে আপাতত কিছু জানানো হয়নি। আহত জওয়ানদের শারীরিক অবস্থার বিষয়েও প্রাথমিকভাবে কোনও খবর মেলেনি। তারইমধ্যে ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। 

আরও পড়ুন: India-China Border: ‘উত্তর সীমান্তে পরিস্থিতি এখন স্থিতিশীল তবে কিছু বলা যায় না’,প্রসঙ্গে চিন, কী বললেন সেনা প্রধান?

বিষয়টি নিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল ভারতীয় সেনার ওই বিশেষ ট্রেনটি। সেইসময় ট্যাঙ্কের জলের পরিমাণ মাপার চেষ্টা করেছিলেন জওয়ানরা। সেইসময় ২৫,০০০ ভোল্টের বিদ্যুৎ শক লাগে। মৃত্যু হয় এক জওয়ানের। বাকি তিনজনের চিকিৎসা চলছে।

আরও পড়ুন: Panagarh Accident: বাবাকে হাসপাতালে ভর্তি করে ডিউটিতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত সেনা জওয়ান 

সেইসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিকের আক্ষেপ, জওয়ানরা জলের বিষয়ে স্টেশন কর্তৃপক্ষকে বলতে পারতেন। তাহলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না বলে আক্ষেপ করেছেন ভারতীয় রেলের কর্তা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)