JP Nadda Meeting: ‘‌পদ্মে ভোট দিন, চোরদের জেলে ভরব’, বাংলায় এসে সুর চড়ালেন জেপি নড্ডা

দ্বিতীয়বার বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়ে বাংলা সফরে এলেন জগৎপ্রকাশ নড্ডা। আজ, বৃহস্পতিবার নদিয়ার বেথুয়াডহরি সভায় যোগ দেন জেপি নড্ডা। তাঁর সঙ্গে রয়েছেন বঙ্গ–বিজেপির প্রথমসারির তিন মুখ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। বেথুয়াডহরির সভা থেকে রাজ্যকে একহাত নেন জেপি নড্ডা। আর দাবি করেন, প্রধানমন্ত্রীর পাঠানো অর্থ ঠিক খাতে খরচ করা হচ্ছে না। যদিও তাঁর এই মন্তব্য পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে ভোকাল টনিক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ঠিক কী বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি?‌ আজ, বৃহস্পতিবার বেথুয়াডহরিতে জনসভা করার সময় একাধিক ইস্যুতে রাজ্যকে নজিরবিহীনভাবে আক্রমণ করেন জেপি নড্ডা। আবাস থেকে শুরু করে কেন্দ্রের সমস্ত প্রকল্পে রাজ্য দুর্নীতি করছে বলে দাবি করে বলেন, ‘‌কেন্দ্র কাজের জন্য টাকা পাঠাচ্ছে। আর এখানে ঘোটালা হচ্ছে। গরু, বালি, কয়লা এমনকী শৌচাগার থেকেও টাকা খাচ্ছে তৃণমূল কংগ্রেস। ওরা সংবিধান পর্যন্ত মানেন না। সংবিধান না মানলে জনতা বিচার করবে। আপনারা পদ্মে ভোট দিন। আমরা চোরদের জেলে ভরব।’‌

মুখ্যমন্ত্রীকে সরাসরি কী বলেছেন নড্ডা?‌ এদিন রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে আনেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘‌শুভেন্দু বলেন, চোর ধরো। আমিও বলছি, আপনারা পদ্মে ভোট দিন, আমরা চোর জেলে ভরব। আমি তো দিদিকে বলছি সংবিধান মানুন, রাগ কমান। দিদি এত রাগ করতে নেই। স্বাস্থ্যের জন্য ভাল না। সংবিধান মেনে কাজ করতে হয়।’‌

মোদীর প্রশংসা করে কী বললেন নড্ডা?‌ এদিন বাংলার সরকারের সমালোচনা করে নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন জেপি নড্ডা। বেথুয়াডহরির সভা থেকে তাঁকে বলতে শোনা যায়, ‘‌এই যে এখানে আপনারা এত মানুষ এসেছেন, কারও মুখে মাস্ক নেই। সকলে কাছাকাছি বসে আছেন। এই ছবি আপনারা দেশের আর কোথাও দেখতে পাবেন না। আমেরিকায়ও না, চিনেও না। সেসব দেশ এখনও করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে। কিন্তু আমাদের দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে টিকা নিয়ে স্বাস্থ্য়ের কবচ পরে বসে আছেন। এটাই পরিবর্তনের ভারত। একটা সময় ছিল এই দেশে পক্সের টিকা আসতে ২৫ বছর সময় লেগে গিয়েছে। পালস পোলিওর কর্মসূচি নিতে ৩০ বছর সময় লেগেছে। কিন্তু কোভিড আসার পর ৯ মাসের মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা নয়, দু’টি টিকা ভারতে তৈরি হয়েছে। আপনাদের দেওয়া হয়েছে। আজ ভারত ১০০টি দেশকে ভ্যাকসিন প্রদানকারী দেশ হয়েছে। মোদী সৎ, বাংলার সরকার বেইমান। কেউ কখনও ভেবেছিল ভারত ‘দেনেওয়ালা ভারত’ হবে? ভারত সবসময় ‘লেনেওয়ালা ভারত’ ছিল। মোদীজীর নেতৃত্বে এই বদল।’‌