LIVE News: ‘সময় হয়ে গিয়েছে’, কুর্সি ছাড়তে চলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

Daily News Live Updates: আজ পশ্চিমবঙ্গে ঠাসা কর্মসূচি আছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার। পঞ্চায়েত ভোটের আগে বিজেপি কর্মীদের ‘বুস্টার’ দেবেন তিনি। রাজ্যে আছেন আরএসএস প্রধান মোহন ভাগবতও। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ-সহ ভারত এবং বিদেশে কী কী ঘটছে, সেইসব খবরের টাটকা আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।

19 Jan 2023, 07:24:09 AM IST

কার্যত উধাও শীত, ১৬ ডিগ্রিতে ‘গরম’ লাগছে কলকাতায়

কলকাতার আবহাওয়া: আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে থাকবে।

19 Jan 2023, 07:17:05 AM IST

ভোটমুখী কর্ণাটকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন মোদী

আজ ভোটমুখী কর্ণাটকে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদগিরি এবং কালাবুরাগি জেলায় যাবেন। সেখানে সেচ, পানীয় জলের মতো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যদগিরি জেলার কোডেকাতে জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন মোদী। জাতীয় সড়ক NH-150C-র ৭৫ কিলোমিটার অংশের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যা সুরাট-চেন্নাই এক্সপ্রেসওয়ের অন্তর্গত।