বর্তমানে বিশ্বজুড়ে সকলে মন্দার ভয়ে কাঁপছে! এমন সময়েও কিন্তু ভিন্ন কথা বললেন এন চন্দ্রশেখরন। তিনি বলেন, ১০ বছর আগের তুলনায় বর্তমানে অর্থনীতি অনেক ভাল অবস্থানে রয়েছে। গ্রামীণ ও শহর উভয় ক্ষেত্রেই ব্যয়ের প্রবণতা অনেক বেশি।
1/5আগামী ৫ বছরে মোট মূলধন বিনিয়োগ ৯০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া হবে। এমনই লক্ষ্য নিয়ে এগোবে টাটা গোষ্ঠী। টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এমনটাই জানিয়েছেন। বুধবার CNBC-TV18-কে দেওয়া সাক্ষাত্কারে এমনটা জানান তিনি। ফাইল ছবি: রয়টার্স2/5৯০ বিলিয়ন মার্কিন ডলার মানে প্রায় ৭ লক্ষ ৩২ হাজার কোটি টাকারও বেশি। কোন কোন সেক্টর নিয়ে এগোতে চাইছে টাটা সন্স? এন চন্দ্রশেখরন জানিয়েছেন, ‘ইস্পাত, যানবাহন, বৈদ্যুতিক যানবাহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ব্যাটারি, ইলেকট্রনিক্স এবং অন্যান্য ব্যবসার ক্ষেত্রে বিপুল প্রাথমিক মূলধন ব্যয় করতে হয়। আগামী পাঁচ বছরের জন্য আমরা এই ক্ষেত্রগুলিতে ৯০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি গ্রহণ করেছি।’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)3/5কিন্তু বর্তমানে তো বিশ্বজুড়ে সকলে মন্দার ভয়ে কাঁপছে! এমন সময়েও কিন্তু ভিন্ন কথা বললেন এন চন্দ্রশেখরন। তিনি বলেন, ১০ বছর আগের তুলনায় বর্তমানে অর্থনীতি অনেক ভাল অবস্থানে রয়েছে। গ্রামীণ ও শহর উভয় ক্ষেত্রেই ব্যয়ের প্রবণতা অনেক বেশি। ফাইল ছবি : মিন্ট 4/5বাজারের পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, বর্তমানে বিশ্ব তিনটি বড় রূপান্তর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এক হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। দ্বিতীয়ত পুনর্নবীকরণযোগ্য শক্তি। এবং তৃতীয়ত, আরও সুষ্ঠু সরবরাহ শৃঙ্খল গড়ে তোলা। তাঁর বিশ্বাস, ভারত এই রূপান্তর প্রক্রিয়ায় বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ অবদান রাখার মতো ভাল অবস্থানে রয়েছে। প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে এগিয়ে যাবে ভারত, মত তাঁর। ফাইল ছবি: শাটারস্টক5/5টাটা গ্রুপের প্রধান বলেন, ভারতের সম্পূর্ণ ক্ষমতা কাজে লাগাতে হলে রফতানির উপরে জোর দিতে হবে। উত্পাদন ঠিক করে করতে পারলে, রফতানির ক্ষেত্রে বিশাল সুযোগ তৈরি হবে। এর পাশাপাশি PLI(উৎপাদন ভিত্তিক ইনসেনটিভ বা আর্থিক সহায়তা) স্কিমেরও গুরুত্ব তুলে ধরেন তিনি। ফাইল ছবি: রয়টার্স