আপাতত সিবিআইয়ের ফাঁড়া কাটিয়ে নিজাম প্যালেস থেকে বেরোলেন বাগদার চন্দন মণ্ডল

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির দিনই সিবিআই জেরা সামলে নিজাম প্যালেস থেকে বেরিয়ে এলেন আরেক সন্দেহভাজন চন্দন মণ্ডল। শনিবার প্রায় ৬ ঘণ্টা তাঁকে জেরা করেন গোয়েন্দারা। এদিন সাংবাদিকদের সামনে চন্দন দাবি করেন, কারও কাছ থেকে টাকা নেননি তিনি। কাউকে চাকরিও দেননি।

শনিবার চন্দনকে হাজিরার জন্য নোটিশ পাঠিয়েছিল সিবিআই। এর আগে ইডির একাধিক তলব এড়িয়ে যান চন্দন। যার জেরে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করে ইডি।

শনিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে আসেন বাগদার চন্দন মণ্ডল। সাংবাদমাধ্যেমর প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘আমি কারও থেকে টাকা নিইনি, কাউকে চাকরি দিইনি। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে উপেন বিশ্বাসকে সহযোগিতা না করায় উনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন।’ তবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া দালাল প্রসন্ন রায়কে তিনি চেনেন বলে দাবি করেন চন্দন। তিনি বলেন, প্রসন্নর সঙ্গে ব্যবসায়িক সূত্রে তাঁর যোগাযোগ। কিন্তু কী ব্যবসা তা খোলসা করেননি তিনি। তাঁর দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতি সম্পর্কে তিনি কিছুই জানেন না। পেশায় তিনি গৃহশিক্ষক। এছাড়া চাষ ও ছোটখাটো ব্যবসা করেন তিনি।

শনিবার বিকেল ৫টা নাগাদ নিজাম প্যালেস থেকে বেরোন চন্দন মণ্ডল। গত বছর এপ্রিলে প্রথম চন্দন মণ্ডলের নাম প্রকাশ্যে আসেন বাগদার প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন CBI অধিকর্তা উপেন বিশ্বাস। এর পর একাধিকবার সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছেন চন্দন। আদালতে হাজিরাও দেন তিনি। আদালতে সিবিআই জানায় তদন্তে সহযোগিতা করছেন চন্দনবাবু। তাই তাঁকে গ্রেফতার করার প্রয়োজন নেই।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup