ভারতের আগুনে বোলিংয়ে ভস্মীভূত নিউজিল্যান্ড! সিরিজ জিততে রোহিতদের টার্গেট ১০৯

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: টিম ইন্ডিয়া (Team India) হায়দরাবাদে ঠিক যেখানে শেষ করেছিল, ঠিক সেখান থেকেই শনিবার শুরু করল রায়পুরে। গত বুধবার উপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্য়াচে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড (IND VS NZ)। ভারত ১২ রানে জিতেই সিরিজে ১-০ এগিয়ে রয়েছে। শনিবার অর্থাৎ আজ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে (Shaheed Veer Narayan Singh International Stadium, Raipur) চলছে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ। এই ম্যাচ জিতলেই ভারত-ব্যাক-টু-ব্যাক সিরিজ জিতবে। কথায় বলে ‘মর্নিং শোজ দ্য ডে’। রায়পুরে ভারতের শুরুটা বলে দিচ্ছে যে, সব ঠিক থাকলে টম ল্যাথামদের (Tom Latham) হারিয়ে রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ২-০ জিতে নেবে।

এদিন টস জিতে ভারত প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। রোহিতের সিদ্ধান্ত যে, কতটা ঠিক, তা প্রমাণ করে দিলেন তাঁর বোলাররা। ভারতীয় পেসারদের দাপটে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ১০৮ রানে। এদিন মহম্মদ শামি (Mohammed Shami), ৩ উইকেট পেলেন। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ও ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) ঝুলিতে এল দুটি করে উইকেট। মহম্মদ সিরাজ (Mohammed Siraj), শার্দূল ঠাকুর (Shardul Thakur) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav) পেলেন একটি করে উইকেট।

আরও পড়ুনWATCH | Rohit Sharma | IND VS NZ: বোঝো কাণ্ড, টস জিতে অধিনায়ক ভুলেই গেলেন কী করণীয়!

এদিন ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের প্রথম পাঁচ উইকেট চলে যায় মাত্র ১৫ রানে। তখন মাত্র ১১ ওভারের খেলা চলছিল। ছয় থেকে আটে নেমে গ্লেন ফিলিপস (৫২ বলে ৩৬), গত ম্যাচের নায়ক মাইকেল ব্রেসওয়েল (৩০ বলে ২২) ও মিচেল স্যান্টনার (৩৯ বলে ২৭)রা সাধ্য মতো চেষ্টা করেছিলেন দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার। কিন্তু হাফ ডজন উইকেট হারিয়ে ফেলা দলকে আর তাঁরা খুব বেশি জ্বালানি দিতে পারলেন না। ৩৪.৩ ওভারেই কিউয়িদের লেজ মুড়িয়ে গেল মাত্র ১০৮ রানে। কোনও রকম অঘটন না ঘটলে রোহিতরা এই ম্যাচ হেসে খেলে জিতে নেবেন তা বলাই যায়। ইনিংস ব্রেকে হার্দিক বলেন, ‘আমি ওয়ানডে ক্রিকেটে বল করার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছি। প্রতি ম্যাচেই আরও ভালো অনুভব করছি। এটাই ঘটছে এখন। ঠিক জায়গায় বল করতে পেরেছি। খুব বেশি কিছু করার চেষ্টা করিনি। আজ এমন একটা দিন, যখন ফিল্ডার পক্ষেই গেল। তবে এটা ১০৮ রানের উইকেট নয়। প্রতিটি সুযোগই একদম আমাদের হাতে এসেছে। ‘ এখন দেখার কত তাড়াতাড়ি ভারত খেলা শেষ করে সিরিজ পকেটে পুরে নেয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)