অরুণাচল প্রদেশে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের

ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের। এই ঘটনার খবর এলাকায় পৌঁছাতেই শোকের ছায়া নেমে পড়ে গোটা গ্রামে। অরুণাচল প্রদেশে কাজে গিয়েছিলেন তিন শ্রমিক। সেখানেই তাদের মৃত্যু হয়। মৃতদের নাম হল শেখ মুজিবর (৩০), সৈয়দ সানি (১৯), শেখ সোয়েল (১৮)। তিনজনেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার রেণুবাড় গ্রামের বাসিন্দা। শুক্রবার তাঁদের পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছায়।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এক ঠিকাদারের মাধ্যমে ওই তিনজন প্রথমে দিন ১৫ আগে অসমে কাজের জন্য গিয়েছিলেন। এরপর গত পরশু তাঁদের অরুণাচল প্রদেশে কাঠের কাজের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা দিবাং ভ্যালি থানার আনিনি মেন টাউনে ছিলেন। একটি ঘরের মধ্যেই তাঁদের মৃত্যু হয়েছে। সেই খবর অজ্ঞাত পরিচয় একটি মোবাইল নম্বর থেকে জানানো হয়। এরপর পরিবারের সদস্যরা ওই নম্বরে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাননি বলে দাবি মৃতদের পরিবারের।

অরুণাচল পুলিশের তরফে জানানো হয়েছে, শীতের সময় ঘরের মধ্যে কাঠ জ্বালিয়ে শুয়ে ছিলেন তিন পরিযায়ী শ্রমিক। দরজা জানালা বন্ধ থাকায় অক্সিজেনের অভাবে তিনজনের দম বন্ধ হয়ে মৃত্যু হয়। যদিও অরুণাচল প্রদেশের পুলিশের এই দাবি মানতে নারাজ পরিবার। ইতিমধ্যেই তাঁরা কোলাঘাট থানার পুলিশের কাছে বিষয়টি জানিয়েছেন। পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে কোলাঘাট থানার পুলিশ খোঁজখবর নিয়ে জানতে পারে ওই ঠিকাদারের নাম নুর আলম খাঁন। তিনি সপরিবারে অসমে থাকেন। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, মৃতদেহ অরুণাচল প্রদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup