WATCH | Rohit Sharma | Virat Kohli: ‘রোহিতের মতো ভুলোমনা কাউকে দেখিনি’! বিরাটের পুরনো ভিডিয়ো ভাইরাল

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত এক ম্যাচ হাতে রেখেই ২-০ সিরিজ জিতে নিয়েছে। রায়পুরে বোলারদের সৌজন্যেই ভারত এই দুরন্ত জয় পেয়েছে। নিউজিল্যান্ডকে ১০৮ রানে বেঁধে দিয়েছিলেন রোহিতের বোলাররা। যার ফলে ভারত অনায়াসে আট উইকেটে হেসে খেলে ম্যাচ বার করে নেয়। এদিন ব্যাট হাতে রোহিত শর্মা (Rohit Sharma) ঝকঝকে হাফ-সেঞ্চুরি করে যেমন আলোচনায় এসেছিলেন, তেমনই ম্যাচের আগে টসের সময়েও শিরোনামে এসেছিলেন তিনি। টস জেতার পর রোহিত ভুলেই গিয়েছিলেন যে, তিনি প্রথমে ব্যাটিং না বোলিংয়ের সিদ্ধান্ত নেবেন। রোহিতের সেই ভুলোমনা ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল। গৌরব কাপুরের (Gaurav Kapur) শো ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স-এ (Breakfast With Champions) একবার অতিথি হয়ে এসেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেখানে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছিলেন, যে রোহিত ঠিক কোন পর্যায়ের ভুলোমনা মানুষ। রায়পুরে  রোহিতের টস কাণ্ডের পর কোহলির সেই ভিডিয়ো ভাইরাল হচ্ছে এখন।

বিরাট ওই অনুষ্ঠানে গৌরবকে বলেছিলেন, ‘রোহিত যে কী কী ভুলে যায়, কী আর বলব! রোহিতের মতো ভুলোমনা কাউকে দেখিনি। আইপ্যাড থেকে শুরু করে ওয়ালেট, ফোন! ছোটখাটো কোনও জিনিস নয়। প্রতিদিনের ব্যবহারের অপরিহার্য জিনিসই ও ভুলে যায়। ওর হাবভাব থাকে, আমি পরোয়া করি না। নতুন একটা নিয়ে নেব। ওর কোনও ধারনাই নেই যে, ও  কী কী ফেলে আসে। বাস হোটেল ছেড়ে মাঝ রাস্তায় চলে আসার পর রোহিতের মনে পড়ে সব। বলে উঠবে, আমি প্লেনে আইপ্যাড ফেলে এসেছি। বেশ কয়েকবার পাসপোর্টও ও ফেলে এসেছে। এগুলো পাওয়া খুবই কঠিন হয়ে যায়। আমাদের লজিস্টিকাল ম্যানেজার সবসময় বলে, ‘রোহিত শর্মার সব জিনিস সঙ্গে আছে তো? ও হ্যাঁ বলার পরেই বাস ছাড়ে।’

আরও পড়ুনWATCH | Rohit Sharma | IND VS NZ: বোঝো কাণ্ড, টস জিতে অধিনায়ক ভুলেই গেলেন কী করণীয়!

টসের সময় মাঠে রোহিত-ল্যাথামের সঙ্গেই ছিলেন ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। সঞ্চালকের ভূমিকায় রবি শাস্ত্রী। রোহিত টস করেন, কয়েন মাটিতে পড়ার পরেই, শ্রীনাথ জানিয়ে দেন যে, রোহিতই টসে জিতেছেন। এরপর তার থেকে জানতে চাওয়া হয় যে, তিনি ব্যাটিং না বোলিং করবেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই রোহিত খানিক ভ্যাবাচাকা খেয়ে যান। ল্যাথাম, শ্রীনাথ, শাস্ত্রী সকলেই অবাক হয়ে যান রোহিতকে ইতস্তত করতে দেখে। কার্যত রোহিত ভাবতে শুরু করে দেন যে, তিনি কী সিদ্ধান্ত নেবেন! যা দেখে সকলেই চমকে যান। এরপর রোহিত আরও কিছুটা সময় নিয়েই জানান যে, তাঁর টিম প্রথমে বল করবে। এই ঘটনার পর মাঠে ও কমেন্ট্রি বক্সে হাসির রোল ওঠে। এই ঘটনার প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমি ভুলেই গিয়েছিলাম যে, কী করতে হবে। আসলে দলে টস নিয়ে এত আলোচনা হয়েছে, কী আর বলব!’ ভারত সিরিজ জেতার পরেও টস নিয়ে চর্চা চলছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)