IND V NZ: Sunil Gavaskar Gives Shubman Gill New Nickname, Opener Gives Epic Reaction

মুম্বই: হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে তাঁর ডাবল সেঞ্চুরি এখনও লোকের মুখে মুখে ফিরছে। রায়পুরে দ্বিতীয় ম্যাচেও অপরাজিত থেকে ম্য়াচ শেষ করে এসেছেন তিনি। তাঁকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন কিংবদন্তি সুনীল গাওস্করও (Sunil Gavaskar)।

তিনি, শুভমন গিল (Shubman Gill)। যাঁর নতুন নামকরণ করলেন গাওস্কর। লিটল মাস্টার বলেছেন, ‘আমি তোমার একটা নতুন নাম দিয়েছি। স্মুথম্যান গিল। আশা করছি তুমি এতে কিছু মনে করবে না।’ যা শুনে শুভমন হাসিতে ফেটে পড়েছেন। বলেছেন, ‘স্যর, আমি এতে কিছুই মনে করব না।’                                        

ভারত-নিউজিল্যান্ড সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন গাওস্কর। রায়পুরে নিউজিল্য়ান্ডের অল্প রান তাড়া করতে নেমে যেরকম পরিণতিবোধ দেখিয়েছেন শুভমন, তার প্রশংসায় পঞ্চমুখ গাওস্কর। ধারাভাষ্য দেওয়ার সময়ও তিনি কয়েকবার শুভমনকে ‘স্মুথম্যান’ বলেন। এতই মসৃণভাবে ব্যাটিং করছেন ছন্দে থাকা তরুণ।

 


নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ ১২ রানে ও দ্বিতীয় ম্যাচ আট উইকেটে জেতে ভারতীয় দল। এবার ইনদওয়রে তৃতীয় ম্যাচে (IND vs NZ 3rd ODI) মুখোমুখি হবে দুই দল। আপাত অর্থে নিয়মরক্ষার ম্যাচ মনে হলেও, এই ম্যাচের সরাসরি প্রভাব পড়বে আইসিসি ব়্যাঙ্কিংয়ে। তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিতলেই ভারতীয় দল আইসিসির বিচারে ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করবে।

দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে নিউজিল্যান্ড ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল। ভারতীয় দল সেখানে ১১১ পয়েন্ট নিয়ে ছিল চতুর্থ স্থানে। তবে আট উইকেটে দুর্দান্ত জয়ের পরেই টিম ইন্ডিয়া ১১৩ পয়েন্ট নিয়ে ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে আসে। আর ফাইনাল ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ৩-০ সিরিজ জিততে পারলেই রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল পৌঁছে যাবে শীর্ষে। উমরান মালিকের মতো প্রথম ম্যাচে মাঠের বাইরে বসে থাকা খেলোয়াড়রা এই ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পান কি না, সেইদিকে সকলের নজর থাকবে।

আরও পড়ুন: পার্শভির চার উইকেটে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেফালিদের দুরন্ত জয়