ICC Mens ODI Team Rankings India Ranked Number 1 ICC ODI Team After 3-0 Whitewash India Vs New Zealand

দুবাই: নিউজিল্য়ান্ডকে ওয়ান ডে সিরিজে হারিয়ে ক্রমতালিকায় শীর্ষে উঠে এল ভারতীয় দল। টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড শিবিরকে ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে রোহিতের দল। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই ৫০১০ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে রয়েছে রোহিতের দল। ৩৪০০ পয়েন্ট ঝুলিতে পুরে ১১৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। 

অস্ট্রেলিয়া তালিকায় তৃতীয় ও নিউজিল্যান্ড চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ ও বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ৯০ রানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। ইন্দোরে ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্য়াট করে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ৩৮৫ রান তুলেছিল ভারত। সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। রান তাড়া করতে নেমে ডেভন কনওয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেও ম্যাচ বাঁচাতে পারেননি তিনি।

বিশাল রানের লক্ষ্যমাত্রা। বোর্ডে কোনও রান তোলার আগেই ফিন অ্যালেনের উইকেট হারায় নিউজিল্য়ান্ড। তবে দলের হাল ধরেন ডেভন কনওয়ে। তিনি এদিন সেঞ্চুরি হাঁকান। প্রথমে হেনরি নিকোলস ও পরে ড্যারেল মিচেলকে সঙ্গে করে স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করেন কনওয়ে। তবে কেউই সেভাবে কনওয়ের সঙ্গ দিতে পারেননি। কনওয়ে ১০০ বলে ১৩৮ রানের ইনিংস খেলেন। ১২টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান। শেষ দিকে মিচেল স্যান্টনার কিছুটা চেষ্টা করলেও দলের হার বাঁচাতে পারেননি। নিউজিল্য়ান্ডের ইনিংস শেষ হয়ে যায় ২৯৫ রানে। ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক ৩টি করে উইকেট নেন কুলদীপ ও শার্দুল। ২ উইকেট নেন চাহাল। ১টি করে উইকেট পান উমরান ও হার্দিক। 

টসে জিতে ইনদোরের হোলকার স্টেডিয়ামে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম। তুলনামূলক ছোট মাঠ ও ভাল পিচে শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন রোহিত-শুভমান। দুরন্ত ছন্দে থাকা ভারতের দুই ওপেনিং ব্যাটারই কার্যত প্রভুত্ব করতে থাকেন নিউজিল্যান্ডের বোলারদের ওপর।  ৮৬ বলে ৯ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে রোহিত শর্মা করেন ১০১ রান। আর ৭৮ বলে ১১২ রানের দুরন্ত ইনিংসের পথে ১৩ টি চার ও ৫ টি ছক্কা হাঁকান শুভমান। রোহিত সাজঘরে ফেরার আগে পর্যন্ত ওপেনিং জুটিতে ২১২ রানের পার্টনারশিপ জোড়ে ভারত। রোহিত ও শুভমান অল্প রানের ব্যবধানে ফেরার পর কিছুটা ভারতের রানের গতি কমে।