মুখ্যমন্ত্রীর সামনে রাজ্যপালের মুখে ‘জয় বাংলা’ স্লোগান, আমল দিতে রাজি নয় বিজেপি

রাজভবনে মুখ্যমন্ত্রীর সামনে ‘জয় বাংলা’ বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সরস্বতী পুজোর বিকেলে রাজ্যপালের বাংলা শেখার সূচনায় আয়োজিত ‘হাতে খড়ি’ অনুষ্ঠানে একথা বলেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে জয় বাংলাকে রাজনৈতিক স্লোগান বলে মানতেই রাজি নয় বিজেপি।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন মন্ত্রিসভার সদস্য, সাংসদ, বিধায়ক ও গুণীজনরা। মঞ্চে রাজ্যপালের হাতে খড়ি দেয় একটি বালিকা। হাত ধরে রাজ্যপালকে ‘অ’ ও ‘আ’ লিখতে শেখায় সে। বাংলা শিক্ষার সূচনা করে প্রথম শিক্ষাগুরুর হাতে গুরুদক্ষিণা তুলে দেন সিভি আনন্দ বোস। এর পর মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী। তাঁর সামনেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজ্যপাল। সেখানে তিনি বলেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী, আমার প্যায়ারে ভাই ও বোনেরা। আমি বাংলা শিখব। বাংলা সুন্দর ভাষা। আমি বাংলাকে ভালোবাসি। আমি বাংলার মানুষকে ভালোবাসি। নেতাজি সুভাষ চন্দ্র বোস মহানায়ক, অমর নায়ক। জয় বাংলা। জয় হিন্দ’। এদিনের অনুষ্ঠানে রাজ্যপালকে বর্ণপরিচয় উপহার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপালের মুখে ‘জয় বাংলা’ স্লোগানে প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের দাবি, শাসকদল তৃণমূলের বহুল ব্যবহৃত রাজনৈতিক স্লোগান কেন ব্যবহার করলেন রাজ্যপাল? যদিও এই বিতর্কে ইন্ধন দিতে নারাজ বিজেপি। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘জয় বাংলা কোনও রাজনৈতিক স্লোগান নয়। বাংলার মানুষের জয়ধ্বনী যে কেউ দিতে পারেন। জয় ভারত বলা গেলে জয় বাংলা বলা যাবে না কেন?’ তবে এই জয় বাংলা স্লোগান নিয়েই বিভিন্ন সময় তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের দ্বারা বহুল ব্যবহৃত এই স্লোগান তৈরি হয়েছিল ১৯৭৭ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়।