Fire: আনন্দপুরের প্লাস্টিক গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে

আজ, বৃহস্পতিবার দুপুরে সরস্বতী পুজোর দিনে আনন্দপুরের চৌবাগা এলাকার একটি প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট ফাঁকাই ছিল। তাই তড়িঘড়ি দমকল এখানে আসতে পেরেছে। ছুটির দিনে এখানে কেমন করে আগুন লাগল তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে।

আজ, সাধারণতন্ত্র দিবস হওয়ায় বেশিরভাগ জায়গাই ছুটির মেজাজ। সেখানে এই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছিল। তাছাড়া এখানে অনেক দাহ্য বস্তু থাকার জন্যই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে চলেছে। কেমন করে এই আগুন লাগল সেটা এখনও পরিষ্কার নয়। আগুন নেভানোর পর অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তদন্ত করে দেখা হবে বলে দমকল সূত্রে খবর।

আর কী জানা যাচ্ছে?‌ এদিকে আনন্দপুরের চৌবাগা এলাকার মাঝিপাড়ায় প্লাস্টিকের গুদামে আজ, বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ আগুন লাগে বলে খবর। সেখানে দাহ্য পদার্থ প্রচুর পরিমাণে থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা গুদামে। বহু দূর থেকে আগুনের জেরে তৈরি হওয়া কালো ধোয়া দেখতে পাওয়া যায়। খবর পেয়ে আসে দমকল। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে চলেছে।

ঠিক কী জানাচ্ছে দমকল?‌ দমকল সূত্রে খবর, অন্যদিকে গুদামের ভিতরে আগুন লাগলেও কেউ আটকে নেই। কিন্তু গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। আগুন নেভানোর পর অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে। শর্ট সার্কিট থেকেও আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। জনবহুল এলাকার মধ্যে গুদামে এত বড় আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup