ভুল মাস্টারের কাছে শিখলে ভুল শিখবেন, রাজ্যপালকে দিলীপের পরামর্শ

বাংলা শেখা শুরু করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাই সরস্বতী পুজোর বিকেলে রাজভবনে তাঁর বাংলায় হাতে খড়ির আয়োজন হয়েছে। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্টজন। আর রাজ্যপালের হাতে খড়ি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যপালকে বিজেপি নেতা দিলীপ ঘোষের পরামর্শ, ভুল মাস্টারের হাতে বাংলা শিখলে ভুল শিখবেন।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজ্যের সাহিত্য ও সংস্কৃতির প্রতি বিশেষ আগ্রহী হয়ে পড়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নেতাজির অনুগামী মলয়ালি পরিবারের এই সদস্য এক কালে কলকাতায় চাকরিও করেছেন। তবে তখন বাংলাটা শেখা হয়ে ওঠেনি। এবার সেই সুযোগ ছাড়তে নারাজ তিনি। তাই সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দিয়ে বাংলা শেখার সূচনা করতে চলেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে এই উপলক্ষে রাজভবনে গুণীজন সমাবেশ হতে চলেছে। সেখানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এই নিয়ে প্রশ্নের মুখে দিলীপবাবু বলেন, ‘অবশ্যই বাংলা শেখা উচিত। বাংলায় কথা বললে অবশ্যই খুশি হব। বাংলা সাহিত্য পড়তে পারলে আরও ভালো লাগবে। কিন্তু ভুল মাস্টারের হাত ধরে বাংলা শিখলে ভুল শিখবেন। ঠিকঠাক মাস্টার চয়ন করুন।’

সিভি আনন্দ বোস রাজ্যপালের দায়িত্ব নিয়ে কলকাতায় আসার পর থেকে রাজ্য – রাজ্যপাল সম্পর্ক নতুন খাতে বইতে শুরু করেছে। চরম সংঘাতের পরিবেশকে অতীত করে সহযোগিতামূল সম্পর্ক গড়ে উঠেছে রাজভবন ও নবান্নের মধ্যে। যদিও বর্তমান রাজ্যপালের নবান্ন প্রীতি মোটেই পছন্দ নয় বিজেপি নেতাদের। বারবার নানা মন্তব্যে সেকথা জানিয়েছেন তাঁরা।