ConnecTech: UEM আয়োজিত কানেকটেক-এ চ্যাম্পিয়ন হল ডগলাস মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক স্কুল

সম্প্রতি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (UEM), কলকাতা ক্যাম্পাসে অনুষ্ঠিত হল দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিগত প্রতিযোগিতা – কানেকটেক। যে প্রতিযোগিতায় সারা ভারত জুড়ে বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাজ্যের প্রায় এক হাজারেরও বেশি স্কুলের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এই বৃহত্তম জাতীয় আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতায় জয়ীদের তালিকা দেখে নিন এক নজরে:

টেক আর্ট (একটি সৃজনশীল অঙ্কন প্রতিযোগিতা):

প্রথম পুরস্কার বিজয়ী – ডগলাস মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অরিত্রিকা মাজি

দ্বিতীয় পুরস্কার বিজয়ী – ডগলাস মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সায়ন্তনী বাগচী

তৃতীয় পুরস্কার বিজয়ী – বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের শ্রী তিমির চক্রবর্তী

পিথাগোরাস স্টার (৯এবং ১১ শ্রেণিতে গণিতের যোগ্যতা পরীক্ষা):

প্রথম পুরস্কার বিজয়ী – লায়ন্স কলকাতা বৃহত্তর বিদ্যামন্দিরের প্রমিত দত্ত

দ্বিতীয় পুরস্কার বিজয়ী – বিরাট মহাজাতি বালিকা বিদ্যামন্দিরের গায়ত্রী চন্দ

তৃতীয় পুরস্কার বিজয়ী – লায়ন্স ক্যালকাটা বৃহত্তর বিদ্যামন্দিরের স্নেহাশিস পাল

পিথাগোরাস প্রো (১১ এবং ১২ শ্রেণির গণিতের যোগ্যতা পরীক্ষা):

প্রথম পুরস্কার পেয়েছে – বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের সায়ন সমাজপতি

দ্বিতীয় পুরস্কার বিজয়ী – ঋষি অরবিন্দ মেমোরিয়াল একাডেমির ইন্দ্রেশ মুখার্জি

তৃতীয় পুরস্কার বিজয়ী – বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের সৌমাশিস দাশগুপ্ত

নির্মাণ (বিজ্ঞান মডেল প্রতিযোগিতা):

প্রথম পুরস্কার বিজয়ী – রাজর্ষি গুপ্ত ও সৌভিক দে এবং ডগলাস মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ দাস

দ্বিতীয় পুরস্কার বিজয়ী – মিঃ আর্কিসম্যান আকুলি, মিস মেঘাদ্রী ঘোষ এবং গসপেল হোম স্কুল, রিশ্রার মিঃ সম্রাট দাস

তৃতীয় পুরস্কার বিজয়ী – শ্রী স্বর্ণভ দাস, শ্রী আয়ুষ গাঙ্গুলী এবং গসপেল হোম স্কুল, সোহম পাকরাশি

কৌতূহল (সাধারণ কুইজ প্রতিযোগিতা)

প্রথম পুরস্কার বিজয়ী – বারাসাত পিসিএস সরকারি উচ্চ বিদ্যালয়ের কারিষ্ণু ব্যানার্জী

দ্বিতীয় পুরস্কার বিজয়ী – বারাসাত পিসিএস সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতাধি ব্যানার্জী

তৃতীয় পুরস্কার বিজয়ী – বিরাট মহাজাতি বালিকা বিদ্যামন্দিরের ঐশী দাস

চ্যাম্পিয়ন স্কুল ট্রফি জিতেছে ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল, ব্যারাকপুর

রানার্স আপ ট্রফি জিতেছে কলকাতার বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল।