Mayor Firhad Hakim: KMC-র ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল করে নেওয়া হবে ব্যাটারি গাড়ি, জানালেন মেয়র

কলকাতা শহরকে দূষণমুক্ত করে ব্যাটারি চালিত গাড়ি বাড়ানোতে জোর দিলেন মেয়র ফিরহাদ হাকিম। শহরের ইতিমধ্যে বৈদ্যুতিক বাস চালু হয়েছে। এবার ব্যক্তিগত ব্যাটারি চালিত গাড়ি বাড়ানোতেই জোর দিলেন মেয়র। সেই সঙ্গে তিনি জানান, এই নিয়ে উদ্যোগী কলকাতা পুরসভাও। ১৫ বছরের বেশি বয়সি গাড়িগুলির বদলে ব্যাটারি চালিত গাড়ি নেওয়া হবে।

শুক্রবার গাড়ি নির্মাতা সংস্থা মহিন্দ্রার একটি ব্যাটারি চালিত গাড়ির টেস্ট ড্রাইভ করেন মেয়র। এই অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের জানান,’পরিবহন দফতর চাইছে কলকাতা পুরসভার গাড়িগুলিকে ধীরে ধীরে ব্যাটারি চালিত গাড়ি বানাতে।’ এর ফলে শহরে বায়ু দূষণের মাত্রা অনেকটাই কমবে।

মেয়র বলেন,’কলকাতা পুরসভার যে সব গাড়ি ১৫ বছরের উপরে হয়ে যাচ্ছে, সে সব গাড়ির পরিবর্তে ভবিষ্যতে ব্যাটারি গাড়ি ব্যাবহার কর হবে।’ এই ধরনের গাড়ি ব্যবহারের আরও একটি যুক্তি হিসাবে প্রসঙ্গত, ১ এপ্রিল থেকে ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু করবে পরিবহণ দফতর। এ জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করেই নামেছ দফতর। বাতিল গাড়িগুলিতে ভেঙে ফেলার জন্য রাজ্য জু়ড়ে একাধিক স্ক্র্যাপ প্ল্যান্ট তৈরির পরিকল্পনা রয়েছে পরিবহণ দফতরের।