কলকাতায় বিমান অপহরণের ছক? যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল গুলি

দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে উদ্ধার হল গুলি। শুক্রবার সন্ধ্যায়, বিমানে ওঠার আগে নিরাপত্তা পরীক্ষার সময় গালিব নামে ওই ব্যক্তির কাছ থেকে ৪ রাউন্ড গুলি উদ্ধার করে CISF. এর পর ওই যাত্রীকে গ্রেফতার করে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি বিহারের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় এয়ার এশিয়ার বিমানে করে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। বিমানবন্দরে নিয়মমাফির তল্লাশির সময় তাঁর স্ক্যানারে হ্যান্ডব্যাগে কার্তুজ দেখতে পান CISF জওয়ানরা। ব্যাগ খুলে দেখা যায় তার মধ্যে রয়েছে ৪টি ৭.৫৬ ক্যালিবারের কার্তুজ। সঙ্গে সঙ্গে গালিবকে আটক করেন তাঁরা। এর পর শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাতে ধৃত জানায়, বিহার থেকে মায়ের সঙ্গে কলকাতা এসেছিল সে। শুক্রবার সন্ধ্যায় এয়ার এশিয়ার বিমানে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হ্যান্ডব্যাগে সে কার্তুজ কেন রেখেছিল তার কোনও গ্রহণযোগ্য জবাব দিতে পারেনি ধৃত। এর পর ধৃতকে বিমানবন্দর থানার হাতে তুলে দেয় CISF.

বিমানে যে কক্ষে যাত্রী পরিবহন করা হয় সেখানে যে ব্যাগ নিয়ে ওঠা যায় তাকে বলে হ্যান্ডব্যাগ। এছাড়াও বড় ব্যাগ পরিবহণের জন্য বিমানে আলাদা প্রকোষ্ঠ থাকে। বিমানের হ্যান্ড ব্যাগে পণ্য পরিবহণের বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। বন্দুক, গুলি, ছুরি সহ বহু জিনিস বহন করা যায় না হ্যান্ডব্যাগে। এক্ষেত্রে যুবকের বিমান অপহরণের কোনও পরিকল্পনা ছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।