বাংলা নিউজ > ঘরে বাইরে > Adani Enterprises Bond Plan Cancelled: হিন্ডেনবার্গ এফেক্ট! বন্ড বিক্রি করে ১,০০০ কোটি টাকা তোলার প্ল্যান বাতিল আদানির
Updated: 04 Feb 2023, 05:04 PM IST
Soumick Majumdar
গৌতম আদানির ফ্ল্যাগশিপ সংস্থা আদানি এন্টারপ্রাইজ। গত জানুয়ারিতেই প্রথমবারের মতো পাবলিক নোট ইস্যুয়েন্সের পরিকল্পনা করেছিল সংস্থা। এই বিষয়ে গত বছর ডিসেম্বরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ব্লুমবার্গে। তবে সেই হিন্ডেনবার্গের ‘গুঁতো’য় এখন সেই পরিকল্পনা বিশ বাঁও জলে।
1/5 পাবলিক বন্ড বিক্রির পরিকল্পনা বাতিল করল আদানি এন্টারপ্রাইজ। বর্তমান বাজার বিপর্যয়ের পরিস্থিতিতে ১০০০ কোটি টাকার বন্ড বিক্রির পরিকল্পনা মুলতুবি করেছে সংস্থা। এই বিষয়ে ওয়াকিবহাল মহল সূত্রে মিলেছে এই খবর। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg )
2/5 গৌতম আদানির ফ্ল্যাগশিপ সংস্থা আদানি এন্টারপ্রাইজ। গত জানুয়ারিতেই প্রথমবারের মতো পাবলিক নোট ইস্যুয়েন্সের পরিকল্পনা করেছিল সংস্থা। এই বিষয়ে গত বছর ডিসেম্বরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ব্লুমবার্গে। তবে সেই হিন্ডেনবার্গের ‘গুঁতো’য় এখন সেই পরিকল্পনা বিশ বাঁও জলে। ফাইল ছবি: রয়টার্স (Bloomberg )
3/5 গত ২৪ জানুয়ারি মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে স্টক কারচুপি, অ্যাকাউন্টিং জালিয়াতি এবং বিপুল দেনার অভিযোগ তোলে। আর তারপরেই আকষ্মিক পতন হয় আদানি গোষ্ঠীর শেয়ারে। আদানি গোষ্ঠী বারবার এই রিপোর্ট ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে। তবে তাতে লাভ হয়নি। দ্রুত হারে নিম্নমুখী হয়েছে সংস্থার স্টক ও বন্ডের দাম। ফাইল ছবি: পিটিআই (Bloomberg )
4/5 পরিস্থিতি এমনই যে, আদানি এন্টারপ্রাইজের FPO-ও ভেস্তে গিয়েছে। গত মাসের শেষে FPO-র মাধ্যমে প্রায় ২০,০০০ কোটি টাকা তোলার কথা ছিল আদানি গোষ্ঠীর। বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দৌলতে, সেই FPO সম্পূর্ণ সাবস্ক্রাইবডও হয়ে যায়। তবে টালমাটাল বাজার পরিস্থিতিতে FPO বাতিল করে দেয় আদানি এন্টারপ্রাইজের বোর্ড। সমস্ত বিনিয়োগকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানায় সংস্থা। ফাইল ছবি: এএফপি (Bloomberg )
5/5 এরপর এক ইউটিউব ভিডিয়োয় হাজির হন খোদ গৌতম আদানি। তিনি জানান, বিনিয়োগকারীদের তিনি সর্বদাই প্রাধান্য দিয়ে এসেছেন। তাঁদের তাঁদের স্বার্থের কথা ভেবেই এই FPO বাতিল করেছে আদানি এন্টারপ্রাইজের বোর্ড। ফাইল ছবি: এপি (Bloomberg )
গ্যালারির বাকি অংশ দেখুন
অন্য গ্যালারিগুলি