বাংলা নিউজ > টুকিটাকি > Breast cancer: স্তন ক্যানসারের হার বেড়েই চলেছে দিন দিন, ৫ উপসর্গ দেখলেই সাবধান হতে হবে, কী কী
Updated: 04 Feb 2023, 09:00 AM IST
Sanket Dhar
Breast cancer early symptoms know the five signs: মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় স্তন ক্যানসার। কোন কোন উপসর্গ দেখে সতর্ক হবেন। কখন চিকিৎসকের পরামর্শ নেবেন জেনে নেওয়া ভালো।
1/7 সারা বিশ্ব জুড়ে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ছে স্তন ক্যানসার। আগামী দিনে এই ক্যানসারের হার আরও বাড়বে বলেই আশঙ্কা চিকিৎসকদের। স্তন ক্যানসারের কিছু লক্ষণ ক্যানসারের প্রাথমিক ধাপেই দেখা যায়। এই লক্ষণগুলি দেখে সতর্ক হতে পারলে রোগটি আর মারাত্মক আকার নেয় না। (Freepik)
2/7 স্তনের মধ্যে লাম্প বা দলা আকৃতির একটি মাংসপিন্ড তৈরি হয়। নিয়মিত স্তন পরীক্ষা করা এই কারণে জরুরি। এতে লাম্প না দলা দেখা দিলে তা আগে থেকেই বোঝা যায়। (Freepik)
3/7 স্তনের আকারে বদলও আরেকটি গুরুতর লক্ষণ। স্তনের আকার, গঠন বা চেহারায় বদল হলে দ্রুত সতর্ক হতে হবে। (Freepik)
4/7 ইনভার্টেড নিপল স্তন ক্যানসারের অন্যতম বড় লক্ষণ। এই উপসর্গে স্তনের বৃন্ত স্তনের ভিতর দিকে ঢুকে যায়। এমন লক্ষণ দেখলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। (Freepik)
5/7 স্তনের ত্বকের রঙে বদল আসাও স্তন ক্যানসারের ইঙ্গিত দেয়। চিকিৎসকদের কথায়, এই সময় স্তনের ত্বকে লালচে হয়ে যায়। কখনও কখনও কমলা রঙও ধারণ করে। (Freepik)
6/7 স্তনবৃন্তের চারপাশের ত্বক কালো হয়। এই অংশের চামড়া উঠলে বা প্রচণ্ড শক্ত হতে থাকলে সতর্ক হন। দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। (Freepik)
7/7 সাধারণত বয়সের কোঠা ৪০ বছর পেরোলেই মহিলাদের ,স্তন ক্যানসারের আশঙ্কা বেড়ে যায়। তাই এই সময় সতর্ক থাকতে নিয়মিত ম্যামোগ্রাম টেস্ট করানো উচিত। (Freepik)
গ্যালারির বাকি অংশ দেখুন
অন্য গ্যালারিগুলি