Lionel Messi Hints At Whether He Will Play 2026 FIFA World Cup

বুয়েনস আইরেস: কাতারে এক মায়াবী রাতে ফ্রান্সকে পেনাল্টিতে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জিতে নিয়েছে আর্জেন্তিনা (Argentina Football Team)। অবশেষে লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ হয়েছে। তবে মেসির স্বপ্নপূরণ হলেও, তিনি আর্জেন্তিনার হয়ে আপাতত খেলা চালিয়ে যাওয়ারই ইচ্ছাপ্রকাশ করেছেন। এরপর স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন জাগছে, তাহলে মেসিকে কি পরবর্তী বিশ্বকাপেও (FIFA World Cup 2026) লা আলবিসেলেস্তের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে? এই নিয়ে মুখ খুললেন স্বয়ং আর্জেন্তাইন তারকাই।

পরের বিশ্বকাপেও মেসি?

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমার যা বয়স, তাতে ২০২৬ সাল পর্যন্ত খেলা চালিয়ে যাওয়াটা বেশ কঠিনই হবে। আমি ফুটবল খেলতে ভীষণই ভালবাসি। যতক্ষণ পর্যন্ত আমার শরীর স্বাস্থ্য ভাল থাকছে এবং আমি বিষয়টা উপভোগ করছি, ততদিন আমি খেলা চালিয়ে যাব। পরের বিশ্বকাপ তো এখনও অনেকটা দেরি। সবটাই আমি কেমন খেলছি, আমার কেরিয়ার ঠিক কোথায় দাঁড়িয়ে, তার ওপর নির্ভরশীল।’

বর্তমানে মেসির বয়স ৩৫। এ বছরের ২৪ জুনই তিনি ৩৬-এ পা দেবেন। পরের বিশ্বকাপের সময় মেসির বয়স ৩৯ পার করবে। প্রসঙ্গত. মেসি গত বছর বিশ্বকাপের আগেই জানিয়েছিলেন যে কাতারেই তিনি শেষবার বিশ্বকাপে মাঠে নামবেন। তবে বিশ্বজয়ের পর তিনি নিজের মত বদলে আর্জেন্তিনার হয়ে খেলা চালিয়ে যাওয়ার আভাস দেন। আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনিও (Lionel Scaloni) মেসিকে আরকেটি বিশ্বকাপ খেলার অনুরোধ করেছেন।

স্কালোনির মতামত

স্কালোনি বলেন, ‘আমার মনে হয় মেসি পরের বিশ্বকাপেও খেলতে পারবেন। যদি ও ঠিক কী চায় এবং এই সময়কালে কী হচ্ছে না হচ্ছে, তার ওপরই সবকিছু নির্ভর করবে। তবে যাই হয়ে যাক, ওর জন্য দরজা সবসময় খোলা থাকবে। ও আপাতত খুশি খুশিই মাঠে নামছে এবং এটা আমাদের জন্য দারুণ সুখবর।’ মেসি ইতিমধ্যেই লোথার ম্যাথেয়াসকে পিছনে ফেলে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচে খেলার কৃতিত্ব নিজের নামে করেছেন। পরবর্তী বিশ্বকাপে খেললে তাঁর সামনে বিশ্বকাপে সর্বকালের সর্বাধিক গোলদাতা হওয়ারও সুযোগ রয়েছে। বর্তমানে তিনি বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা মিরোস্লাভ ক্লোজের থেকে তিন কম ১৩ গোল করেছেন। সাত বারের ব্যালন ডি’অর বিজেতা শেষমেশ কী সিদ্ধান্ত নেন, সেটা সময়ই বলবে।

আরও পড়ুন: দলের ভাগ্য ফেরাতে সমর্থকদের পাশে দাঁড়ানোর অনুরোধ ইস্টবেঙ্গল কোচ কনস্ট্যান্টাইনের