Sports Highlights: Know Latest Updates Of Teams Players Matches And Other Highlights 4th February 2023

শনুিবার বাহরিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সমস্ত শীর্ষ কর্তার উপস্থিতিতে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় বোর্ডের সচিন জয় শাহ (Jay Shah)। উপস্থিত ছিলেন পিসিবির চেয়ারম্যান নাজম শেঠিও (Najam Sethi)। গত বছরের শেষের দিকেই জয় শাহ জানিয়েছিলেন ভারতীয় দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না, তাই বদলানো হবে এশিয়ার কাপের আয়োজক দেশ। তবে এই নিয়ে বরাবরই পাকিস্তান বোর্ডের তরফে প্রতিবাদ করা হয় এবং সেই বিবাদ মেটাতেই আজ এক বৈঠকে ভারত ও পাকিস্তান উভয় বোর্ডের কর্তারাই উপস্থিত ছিলেন।

পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, জয় শাহ, যিনি আবার এসিসির চেয়ারম্যানও বটে, তাঁর ভবিষ্যদ্বাণীই সত্যি হতে চলেছে। বাহরিনে শনিবারের বৈঠকের পরেই এশিয়া কাপের আসর পাকিস্তান থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। যদিও এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। পাকিস্তান থেকে এশিয়া কাপ সরার খবরে সিলমোহর আসতে পারে মার্চে। 

‘একচিলতে’ মোহনবাগান

মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের মুকুটে নতুন পালক। সবুজ মেরুন ক্লাবের নামে এক রাস্তার নামকরণ। এবার শিলিগুড়ি পুরসভার তরফে। মোহনবাগান ক্লাবের তরফে আজ, শনিবার, ৪ ফেব্রুয়ারিই এই বিষয়টির কথা সোশ্যাল মিডিয়ায় জানানো হয়। শিলিগুড়ি পুরসভার তরফে জানানো হয় এয়ারভিউ মোড় থেকে মহানন্দা ব্রিজ হয়ে সূর্যসেন পার্ক পর্যন্ত, প্রায় ৫৫০ মিটার রাস্তার নামকরণ করা হয়েছে ‘মোহনবাগান লেন’ (Mohun Bagan Lane)। পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করেই এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাবকে সম্মানিত করে রাস্তার নামকরণের খবর পাঠানো হয়েছে সবুজ মেরুন ক্লাব তাঁবুতেও। 

নিজেদের কথা রাখতে পারায় উচ্ছ্বসিত মোহনবাগান কর্মকর্তা দেবাশিস দত্তও। এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে এবিপি লাইভকে তিনি বলেন, ‘বহু মহাপুরুষের নামে দেশে বিদেশে প্রচুর রাস্তা রয়েছে, কিন্তু মোহনবাগানের নামে কলকাতার বাইরে আর কোনও রাস্তা নেই। এই ছবিটা বদলানোর জন্য আমাদের কমিটি প্রথম থেকেই সচেষ্ট ছিল। বছর খানেক আগে দায়িত্বে আসার পরেই তাই আমরা (রাস্তার নামকরণের) গোটা প্রক্রিয়াটা শুরু করি। অবশেষে নাম বদলের প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ায় আমি খুবই খুশি। এর জন্য আমরা শিলিগুড়ি পৌরসভার মেয়র এবং ডেপুটি মেয়রের কাছে চিরকৃতজ্ঞ এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও ধন্যবাদ না জানালেই নয়।’

হতবাক সৌরভ অনুরাগীরা

মোনা ডার্লিং… শত্রুঘ্ন অভিনীত সুপারহিট সিনেমা কালীচরণে (Kalicharan) খলনায়ক অজিত খানের সেই হাড় হিম করা কণ্ঠ। হিন্দি সিনেমার ইতিহাসে অমর হয়ে রয়েছে এই সংলাপ।

কিন্তু সেই সংলাপ আওড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)! শুনলে যে কেউ চমকে উঠবেন যে!

যদিও কল্পনা নয়, রীতিমতো বাস্তব ঘটনা। ঘটিয়ে ফেলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

গায়ে ক্রিম রংয়ের সাফারি স্যুট। সঙ্গে একই রংয়ের ব্লেজার। গদি আঁটা চেয়ারে বসে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার। তবে চেহারা দেখলে চমকে উঠতে হয়। ভারতের ক্রিকেটপ্রেমীরা যে সৌরভের এই রূপ কখনও দেখেননি। চোখে রঙিন চশমা। পা তুলে দিয়েছেন সামনে রাখা টি টেবিলের ওপরে। পাশে দাঁড়ানো মহিলাকে সৌরভ বলছেন, ‘মোনা ডার্লিং, সোনা কোথায়?’

এ যে পুরো সত্তরের দশকের হিন্দি সিনেমা। যেখানে খলনায়ক স্যুটেড-ব্যুটেড হতেন। সঙ্গে থাকতেন এক মহিলা অধঃস্তন। ধুরন্ধর খলনায়কের ধোপদুরস্ত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যাঁর কাজই হতো খলনায়কের সমস্ত ব্যবসার গোপন নথি নিজের কাছে রাখা। সৌরভের এই লুক দেখে সোশ্যাল মিডিয়ায় সকলে হতবাক। জোর জল্পনা চলছে, তাহলে কি সিনেমায় নামছেন সৌরভ?

অশ্বিনের জবাব

আগামী ৯ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ। বর্ডার-গাওস্কর (Border Gavaskar Trophy) সিরিজের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। মাঠের খেলা শুরু না হলেও মাঠের বাইরের মনস্তাত্ত্বিক চাপ তৈরির লড়াই শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন অজি ক্রিকেটার ইয়ান হিলির (Ian Healy) দাবি পিচের চরিত্র ঠিক থাকলে অজিরাই সিরিজ জিতবে।

এবার হিলির মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন ভারতের বর্তমান তারকা স্পিনার আর অশ্বিন (R Ashwin)। তাঁর মতে অস্ট্রেলিয়ার তরফে ইতিমধ্যেই মনস্তাত্ত্বিক চাপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ইয়ান হিলি দাবি করেছেন যে বর্ডার-গাওস্কর ট্রফির আগে ভারতীয় দল অজিদের অস্বস্তিতে ফেলতে চায়। তাঁর দাবি সাধারণত যেমন পিচে খেলা হয়, ভারতের পিচগুলি তার ধারেকাছেও হবে না। তো ওঁর মতে অস্ট্রেলিয়া যা করে সেটাই কেবল সঠিক। সাপোর্ট স্টাফরা যা বলেছেন, তা বলেছেন, তবে হিলির মন্তব্যে এক আলাদা উদ্যম তৈরি হয়েছে। বর্ডার-গাওস্কর ট্রফিতে এটা তো দরকারই। স্টিভ স্মিথ, উসমান খাওয়াজারাও যে কিছু বিতর্কিত মন্তব্য করেছেন, সেটাও দৃষ্টিগোচর হয়নি।’

শাহিনের বিয়ে

বিশ্বক্রিকেটে বিয়ের মরসুম অব্যাহত। দিনকয়েক আগেই পরপর দুই ভারতীয় তারকা কেএল রাহুল ও অক্ষর পটেল সাতপাকে বাঁধা পড়েছিলেন। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। প্রাক্তন পাকিস্তান তারকা শাহিদ আফ্রিদির কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন শাহিন।

শাহিনের সঙ্গে নিজের কন্যার বিবাহের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে শাহিদ লেখেন, ‘মেয়েরা বরাবরই ভীষণ প্রিয় হয়, কারণ তারা সারাজীবন সকলের আর্শীবাদ নিয়ে বড় হয়। মেয়ের সঙ্গে কত হাসি, কত স্বপ্ন দেখা। আমি আমার মেয়ের সঙ্গে শাহিন আফ্রিদির নিকাহ দিলাম। দুইজনকে আগামী জীবনের অনেক শুভেচ্ছা।’ প্রসঙ্গত, গতকালই শাহিন ও শাহিদ আফ্রিদি কন্যা করাচিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়েতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম, শাদব খান, সরফরাজ আমেদের মতো তারকারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভারতে পৌঁছেই গতির জুজু দেখানো শুরু করে দিলেন কামিন্স