WATCH | Shubman Gill | Ishan Kishan: উত্তপ্ত বাক্যবিনিময় গড়াল হাতাহাতিতে! শুভমন-ঈশানের হোটেল রুমের ভিডিয়ো ভাইরাল

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ ছিল গত বুধবার। ডু-অর-ডাই ম্যাচে, যে জিতত, সেই নাম লেখাত সিরিজ। এই ছিল ম্যাচের ভবিতব্য। সেই ম্যাচেই ফের জ্বলে উঠেছিল শুভমন গিলের ব্যাট। তাঁর শতরানে (৬৩ বলে অপরাজিত ১২৬ রান) ভর করেই ভারত নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে। জবাবে নিউজিল্যান্ড গুটিয়ে গেল মাত্র ৬৬ রানে। ভারত জিতল ১৬৮ রানে। তৈরি হল নতুন রেকর্ড। রানের বিচারে আইসিসি-র পূর্ণ সদস্য মর্যাদাসম্পন্ন দেশগুলির বিরুদ্ধে  এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। অতীতে আয়ারল্যান্ডকে ১৪৩ রানে হারিয়েছিলে ভারত। ওয়ানডে-র পর এবার টি-২০ সিরিজেও ভারতের কাছে লজ্জার হার নিউজিল্যান্ডের। শুভমান বড় রান পেলেও, আহমেদাবাদে তাঁর ওপেনিং পার্টনার ঈশান কিশান (Ishan Kishan) ১ রানে এলবিডব্লিউ হয়ে যান।

ম্য়াচের পর সিরিজ জয়ের আনন্দে একেবারে ফুরফুরে মেজাজে ছিলেন দুই তারকা। ইনস্টাগ্রামে প্যারোডি রিল পোস্ট করলেন শুভমান-ঈশান। ফ্য়ানরা সেই ভিডিয়োতে এই দুই ক্রিকেটারের কীর্তে দেখে থ হয়ে গিয়েছেন। ভিডিয়োতে ছিলেন তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। শুভমান বৃহস্পতিবার সন্ধ্যায় সেই ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়োর তিন ক্রিকেটারই রিলস এবং শর্টস বানাতে ওস্তাদ। মাঠের বাইরে, সোশ্যাল মিডিয়াতেও তাঁরা দারুণ পারফরম্যান্সই দেন। আপাতত ছোট্ট ব্রেক ভারতীয় দলের। সামনেই রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বহু প্রতীক্ষিত চার ম্যাচের টেস্ট সিরিজ। এরপর দুই দল খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আগামী ৯-১৩ ফেব্রুয়ারি ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট হবে নাগপুরে। ১৭-২১ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট, দিল্লিতে। ১-৫ মার্চ, তৃতীয় টেস্ট, ধরমশালায়। ৯-১৩ মার্চ, সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট আহমেদাবাদে। এরপর ১৭ মার্চ, প্রথম ওয়ানডে মুম্বইতে। এরপর বিশাখাপত্তনমে ১৯ মার্চ দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২২ মার্চ চেন্নাইয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত, ঈশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও  সূর্যকুমার যাদব। ঈশান-সূর্য সাদা বলের ক্রিকেটে ভালো পারফর্ম করে লাল বলের ক্রিকেটে সুযোগ পেয়েছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)