ববিদার বাড়িটা খুঁজে দেখলে ওখানে কিছু বোমার মশলা পাওয়া যাবে: দিলীপ ঘোষ

রাজ্যে একের পর এক বোমা বিস্ফোরণের পিছনে বিজেপির হাত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করায় দিলীপ ঘোষের আক্রমণের মুখে পড়লেন ফিরহাদ হাকিম। রবিবার দিলীপ বাবু পালটা আশঙ্কা প্রকাশ করে বলেন, আমার তো ববিদার বাড়িতে তল্লাশি চালালেও মশলা পাওয়া যাবে।

এদিন দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপি বোমার মশলা সরবরাহ করলে কোনও বিজেপি নেতার বাড়িতে কেন বোমার মশলা পাওয়া যায় না? আমাদের নেতারা এত চালাক যে ওদের নেতাদের বাড়িতে বোমার মশলা রেখে আসছে আর কেউ টের পাচ্ছে না? এসব কথা বললে লোকে আপনাদের খুবই বোকা ভাববে। আচ্ছা বীরভূমে হয়ে গেল, বাসন্তীতে কে বোমা রেখেছে? দেগঙ্গায় কে রেখেছে? আপনার প্রধানের বাড়িতে বোমা পাওয়া যাচ্ছে। আমার তো মনে হয় ববিদার বাড়িটা খুঁজে দেখলে ওখানে কিছু মশলা পাওয়া যাবে’।

বাসন্তীর ঘটনা নিয়ে দিলীপবাবুর প্রশ্ন, ‘বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে যারা আহত হয়েছেন তাঁরাই বলছেন, আমি তো আগে থেকে বোমা বানাই। আমাকে নিয়ে আসা হয়েছে বোমা বানানোর জন্য। উনি সবাইকে আহাম্মক ভাবেন না কি’?

রাজ্যে বোমা বিস্ফোরণের ঘটনায় রবিবার মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘আমার মনে হয় এই ধরণের বোমার মশলা সেনাবাহিনীর গুদাম ছাড়া পাওয়া সম্ভব নয়। বাংলাকে উত্তপ্ত করার জন্য বিজেপি সেখান থেকে বোমার মশলা পাচার করছে। নইলে বোমার মশলা তো খোলা বাজারে কিনতে পাওয়া যায় না। গুলিই বা আসছে কোথা থেকে?’

শনিবার বাসন্তী ও মাড়গ্রামে ২টি বিস্ফোরণে এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।