কেন্দ্রের পাঠানো টাকা খরচই করতে পারে না মমতা সরকার, বিস্ফোরক দাবি স্মৃতি ইরানির

কেন্দ্রীয় বাজেটের সুফল প্রচার করতে পশ্চিমবঙ্গে এসে রাজ্য সরকারকের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর দাবি, রাজ্য সরকার যেখানে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে সকাল – বিকেল কাঁদুনি গায় সেখানে তাঁর দফতরেরই ২৬০ কোটি টাকা ২০১৭ সাল থেকে খরচ না হয়ে পড়ে রয়েছে। পালটা তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, স্মৃতি ইরানি খারাপ মন্ত্রী।

শনিবার কেন্দ্রীয় বাজেট নিয়ে কলকাতায় বিজেপির দফতরে সাংবাদিক বৈঠক করেন স্মৃতি ইরানি। সেখানে তিনি বলেন, ‘আমার মন্ত্রকের বরাদ্দ করা ২৬০ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচ করতে পারেনি। ২০১৭ সাল থেকে ওই টাকা পড়ে আছে।’ তাঁর অভিযোগ, ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা প্রকল্পের টাকা রাজ্য সরকার নিজেদের প্রকল্পে খরচ করেছিল। কেন প্রকল্পের বিধি ভাঙা হয়েছে তা জানতে চেয়েছিলাম। তাতে রাজ্য সরকার জানিয়েছে, তারা ভবিষ্যতে কেন্দ্রের বিধি মেনে প্রকল্প চালাবে। ICDS ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্প কেন্দ্রীয় বিধি মেনেই চালাতে হবে।’

কেন্দ্রীয় মন্ত্রী এদিন দাবি করেন, পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় বাজেটে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। শুধুমাত্র রেলেই ১১,৯০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগের জবাবে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, স্মৃতি ইরানি কিছু জানেন না। উনি ভালো মন্ত্রী নন বলেই তো ওনার দফতর কেড়ে নেওয়া হয়েছে। স্মৃতি ইরানির তো ছোট দফতর। কেন্দ্র অনেক সময় প্রকল্প ঘোষণা করে তাতে রাজ্যকেও টাকা দিতে হয়। রাজ্যের সব সময় টাকা দেওয়ার ক্ষমতা থাকে না। সেই রকম কোনও কারণে টাকা পড়ে থাকতে পারে।