মমতাকে গণতান্ত্রিকভাবে বিসর্জন দিয়ে পশ্চিমবঙ্গের মাটি পবিত্র করব: শুভেন্দু

মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম ভুল বলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দেওয়ার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নবদ্বীপে মতুয়া মহাসংঘের এক সভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। শুভেন্দুবাবু বলেন, মুখ্যমন্ত্রী যা বলেছেন তা ক্ষমার অযোগ্য।

এদিন শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের সামনে শুভেন্দুবাবু বলেন, ‘যে ভাষা মুখ্যমন্ত্রী গাজোলে বলেছেন তা কখনওই সমর্থনযোগ্য নয়। ওনার বক্তব্য ক্ষমার অযোগ্য। এই মুখ্যমন্ত্রী সনাতন সংস্কৃতিকে বরাবর অপমান করে। এটা ওনার অভ্যাসে পরিণত হয়েছে। ইনি পিতৃপক্ষে দুর্গা ঠাকুরের উদ্ধোধন করেন। আপনি বলেন,

ঠাকুরবাড়ির ঠাকুরমার চিকিৎসা আপনি করিয়েছেন। এই ধরণের নীচ ভাষা, এই ধরণের ছোট মানসিকতা। আপনি সরকারি টাকায় সরকারি হাসপাতালে চিকিৎসা হয়েছে, আপনার পাপের টাকায় চিকিৎসা হয়নি’।

মতুয়াদের প্রতি বিরোধী দলনেতার আহ্বান, ‘এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনাদের মাঠে নামতে হবে। গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে যে ধরণের ভাষা প্রয়োগ করেছেন এর বিরুদ্ধে গোটা মতুয়া সমাজ উত্তাল। পৃথিবীর যে প্রান্তে মতুয়ারা আছেন, পথে নেমেছেন। আজ শান্তনু ঠাকুরের নেতৃত্বে সবাইকে পথে নামতে হবে। সবাইকে প্রতিবাদ করতে হবে’।

তিনি বলেন, ‘মমতা ব্যানার্জিকে বলতে হবে ১৯০৭ ও ০৮ সালে এই পুরো সমাজ তাকে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করাচ্ছিল প্রায় হানাদাররা। এই হানাদার কারা? বাবার হল আবার জ্বর সারিল ঔষধে। সেই যে বাবর, জাহাঙ্গির, শাহজাহান, মোঘল, হানাদার পাকিস্তানি তারা বাধ্য করিয়েছিল ধর্ম পরিবর্তন করতে। আপনাদের ইসলামিকরণ করতে। সেদিন যদি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর অবতারের মতো অবতীর্ণ না হতেন এই সমাজ ডঙ্গা বাজিয়ে ধ্বজ নিয়ে সনাতন সংস্কৃতি রক্ষা করতে পারত না’।

মঞ্চ থেকে তিনি ডাক দেন, ‘আসুন সবাই মিলে শপথ গ্রহণ করি যিনি গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছেন তাঁকে গণতান্ত্রিকভাবে আমরা বিসর্জন গিয়ে পশ্চিমবঙ্গের মাটিকে পবিত্র করব’।