Delhi Capitals Director Of Cricket Sourav Ganguly Confirms The Franchise’s New Captain

কলকাতা: গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় আপাতত বেশি কিছুদিন মাঠের বাইরেই থাকতে হবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। আসন্ন আইপিএলে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। পন্থের অনুপস্থিতি তাঁর ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কাছে নিঃসন্দেহে এক বিরাট ধাক্কা। পন্থ আইপিএলে (IPL 2023) খেলতে পারবেন না, একথা জানাজানি হওয়ার পর থেকেই আসন্ন মরসুমে কে দিল্লির অধিনায়কত্ব করবেন, সেই নিয়ে জল্পনা কল্পনা চলছিই। সেই জল্পনার অবসান ঘটালেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

দিল্লির নতুন অধিনায়ক

আজ ও কাল কলকাতার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুইদিনব্যাপী অনুশীলন শিবিরের আয়োজন করেছে দিল্লি ক্যাপিটালস। সৌরভের তত্ত্বাবধানেই সেই শিবির আয়োজিত হচ্ছে। সরফরাজ খানের মতো রঞ্জির সেমিফাইনালে অংশগ্রহণ করছেন না, এমন ঘরোয়া ক্রিকেটাররা মোটামুটি সকলেই এই শিবিরে উপস্থিত রয়েছেন। সেই শিবিরের মাঝেই সাংবাদিকদের সামনে সৌরভ আসন্ন মরসুমে দিল্লির অধিনায়কের নাম ঘোষণা করেন। সৌরভ জানান প্রাক্তন আইপিএল জয়ী অধিনায়ক ডেভিড ওয়ার্নারই (David Warner) আসন্ন আইপিএল মরসুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন: চোটের জন্য নাগপুর টেস্ট থেকে ছিটকে গেলেন জস হ্যাজেলউড