US shoots down ‘Chinese spy balloon’: সমুদ্রের উপর ‘চিনা স্পাই’ বেলুনকে গুলি US-র, ধরা পড়ল ঠিক ওই মুহূর্তের ভিডিয়ো

ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে সন্দেহজনক একটি চিনা গুপ্তচর বেলুনকে গুলি করে নামাল আমেরিকা। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, উত্তর আমেরিকার বিভিন্ন সামরিক এলাকায় দেখতে পাওয়া যাওয়ার পর ক্যালিফোর্নিয়ার উপকূল বরাবর আটলান্টিক মহাসাগরে ওই চিনা সন্দেহজনক গুপ্তচর বেলুন গুলি করে নামানো হয়। যে ঘটনার জেরে ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, গত বুধবারই পেন্টাগনকে নির্দেশ দিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব ওই বেলুনকে গুলি করে নামাতে হবে।

সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, নাম গোপন রাখার শর্তে দুই মার্কিন আধিকারিক (যাঁরা ওরকম তথ্য জনসমক্ষে বলতে পারেন না) জানিয়েছেন যে ওই সন্দেহজনক চিনা গুপ্তচর বেলুনের ধ্বংসস্তূপ উদ্ধার করার জন্য আটলান্টিক মহাসাগরে (মার্কিন জলসীমার মধ্যে) অভিযান চালাচ্ছে আমেরিকা। যে বেলুন প্রায় ৬০,০০০ ফুট উচ্চতায় উড়ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই বেলুনের আকার তিনটি স্কুলবাসের মতো। মার্কিন বায়ুসেনার একটি যুদ্ধবিমান গুলি করে ওই সন্দেহজনক চিনা গুপ্তচর বেলুনকে নামিয়েছে বলে ওই আধিকারিকরা জানিয়েছেন।

ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, টেলিভিশন ফুটেজে দেখা গিয়েছে যে আকাশে একটি ছোটো আকারের বিস্ফোরণ হচ্ছে। তারপর ওই সন্দেহজনক চিনা গুপ্তচর বেলুন ক্রমশ নীচের দিকে নেমে আসছে। আশপাশে মার্কিন বায়ুসেনার যুদ্ধবিমান দেখা গিয়েছে। সমুদ্র থেকে বেলুনের ধ্বংসস্তূপ উদ্ধারের জন্য মার্কিন জাহাজ পাঠানো হয়েছে। সমুদ্রে ডুবে যাওয়ার আগে যতটা বেশি সম্ভব ওই বেলুনের ধ্বংসস্তূপ উদ্ধারের চেষ্টা করছেন আধিকারিকরা। পেন্টাগন আগেই জানিয়েছিল যে কোনও ধ্বংসস্তূপ পাওয়া গেলে তা গুরুত্বপূর্ণ বিষয় হবে।

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য

ওই সন্দেহজনক চিনা গুপ্তচর বেলুনকে গুলি করে নামিয়ে দেওয়ার পর মেরিল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, আমেরিকার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ওই বেলুন। যা ‘অমার্জনীয়’। তিনি বলেন, ‘গত বুধবার ওই বেলুন নিয়ে আমায় বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছিল। বুধবারেই আমি পেন্টাগনকে নির্দেশ দিয়েছিলাম, যত দ্রুত সম্ভব বেলুনটি গুলি করে নামাতে হবে। স্থলভাগের উপর থাকা কারও কোনও ক্ষতি না করেই সেই কাজটা সিদ্ধান্ত নিয়েছিল ওরা (পেন্টাগন)।’

আরও পড়ুন: Video: চিনা ‘স্পাই বেলুন’ মার্কিন আকাশে! বেজিংকে কড়া বার্তা ওয়াশিংটনের

বাইডেন বলতে থাকেন, ‘ওরা (পেন্টাগন) সিদ্ধান্ত নিয়েছিল যে সমুদ্রের উপর বেলুন গেলে সেটাই হবে গুলি করে নামানোর সেরা সময়। অর্থাৎ ১২ মাইল সীমার মধ্যে (সেটা করা হবে)।’ তিনি আরও বলেন, ‘ওরা সাফল্য়ের সঙ্গে ওই বেলুনকে গুলি করে নামিয়েছে। আমাদের যে অ্যাভিয়েটররা এই কাজটা করেছেন, তাঁদের অভিনন্দন জানাতে চাই।’

আরও পড়ুন: আমেরিকার আকাশে চিনের ‘গুপ্তচর বেলুন’! ঠিক এয়ারবেসের ওপর, বেজিং বলছে…

যদিও আমেরিকার সেই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে চিন। একটি বিবৃতিতে চিনের বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, ভুলবশত ওই বেলুন মার্কিন আকাশসীমায় প্রবেশ করেছিল। তা সত্ত্বেও ‘স্পষ্টতই বাড়াবাড়ি করেছে আমেরিকা এবং আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে। মনুষ্যহীন অসামরিক বিমানের উপর সামরিক বাহিনী দিয়ে যে আক্রমণ চালিয়েছে আমেরিকা, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে চিন।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)