Wikipedia: ৪৮ ঘণ্টার ডেডলাইন পার, ধর্ম অবমানাকর কনটেন্টকে কেন্দ্র করে পাকিস্তানে নিষিদ্ধ উইকিপিডিয়া

উইকিপিডিয়াকে ধর্মদ্রোহী সম্পর্কিত এক কনটেন্টের জেরে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিল পাকিস্তান। যাতে সেই ডেডলাইনের মধ্যে বিতর্কিত ওই কনটেন্ট তারা তুলে নেয়। কিন্তু সময় পেরনোর পরও উইকিপিডিয়া সেই কনটেন্ট না তুলে নেওয়ায় শেষমেশ পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত হল উইকিপিডিয়া। গত কয়েকদিন ধরেই এই সংস্থার সঙ্গে ইসলামাবাদের সংঘাতের আকার বড় হচ্ছিল। তারপরই এই সিদ্ধান্ত।

উইকিপিডিয়ার এই ধর্মদ্রোহীমূলক কন্টেন্ট ঘিরে পাকিস্তান টেলিকম অথরিটি বা পিটিএর তরফে ২ দিনের জন্য উইকিপিডিয়ার পরিষেবাকে নিয়ন্ত্রণ করা হয়। সাইটে থাকা ধর্মদ্রোহ মূলক বিভিন্ন কনটেন্ট বারবার সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছিল সাইটকে। তবে তারপরও সাইট থেকে ওই সমস্ত কনটেন্ট সরায়নি উইকিপিডিয়া। ইসলামাবাদের আর্জিকে কার্যত কর্ণপাতই করেনি বিশ্বতথ্য কোষ হিসাবে পরিচিত উইকিপিডিয়া। এরপরই উইকিপিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় পাকিস্তানের কোর্ট। সেই নির্দেশ মেনে পাকিস্তানে উইকিপিডিয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হল। ব্লুমবার্গের একটি খবর অনুযায়ী ইন্টারনেট প্রভাইডার নায়াটেলের প্রধান মনে করছেন পাকিস্তানে উইকিপিডিয়া বন্ধ হওয়ার ফলে তার প্রভাব সেদেশের শিক্ষা ক্ষেত্রে ব্যপক পরিমাণে পড়তে পারে। উল্লেখ্য,  ইতিমধ্যেই পাকিস্তানে আর্থিক সংকটের বড় সড় ঢেউ আছড়ে পড়েছে। হু হু করে সেদেশের রুপির পতন হয়েছে। বিদেশী মুদ্রার ভাঁড়ারে পড়েছে টান। জ্বালানি তেলের পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে, রয়েছে বিদ্যুৎ সংকটের মতো ঘটনাও। সেই জায়গা থেকে উইকিপিডিয়ার মতো সংস্থার ব্যবস্থা পাকিস্তানে রুদ্ধ হওয়ার ঘটনা সেদেশে বেশ প্রাসঙ্গিক হচ্ছে।

আগে পাকিস্তান একাধিক সোশ্যাল মিডিয়া কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সদ্য তারা বহু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নজরদারি শুরুও করেছে। আর তার কারণ হিসাবে উঠে এসেছে, ধর্মদ্রোহিতা ঘিরে নানান ইস্যু। এর আগে সদ্য সেদেশে ইউটিউবের ৭০০ লিঙ্ক ব্লক করে ইসলামাবাদ। তারপর উইকিপিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।  

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup