ফল না জানাতে পারায় মানিককে জরিমানার টাকা জমা রাখতে হবে আদালতে, বলল ডিভিশন বেঞ্চ

টেটে অংশগ্রহণ করেও ফল না জানতে পারায় মানিক ভট্টাচার্যকে জরিমানার টাকা জমা রাখতে হবে আদালতে। সোমবার এমনই নির্দেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। ২০১৪ সালের টেটে বসেও ফল জানতে না পারায় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করেন মায়ারানি পাল নামে এক চাকরিপ্রার্থী। সেই মামলায় মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানা করেছিল সিঙ্গল বেঞ্চ।

২০১৪ সালের প্রাথমিক টেটের ফল জানতে না পেরে কলকাতা হাইকোর্টে মামলা করেন মালারানি পাল নামে এক টেট পরীক্ষার্থী। তাঁর অভিযোগ, ফল জানতে না পারায় ২০১৬ ও ২০২০ সালের টেটে বসতে পারেননি তিনি। যার ফলে তাঁর অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে।

এই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘পরীক্ষা দিয়ে ফল জানা পরীক্ষার্থীর অধিকার। সংসদের শীর্ষপদে এমন একজন মানুষ ছিলেন বলেই এসব হয়েছে।’ এর পর মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানা করেন তিনি। ১৫ দিনের মধ্যে মানিকবাবুকে এই টাকা দিতে হবে বলে নির্দেশে জানিয়েছেন তিনি। মানিকবাবুকে জেলে গিয়ে আদালতের নির্দেশনামা পৌঁছে দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি। নির্দেশনামা পৌঁছে দেবেন আইনজীবী।

সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। সেই মামলায় ডিভিশন বেঞ্জ এদিন নির্দেশে জানিয়েছে, মানিক ভট্টাচার্যকে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ২ লক্ষ টাকা জমা রাখতে হবে। মামলার রায় মানিকবাবুর পক্ষে গেলে ওই টাকা ফেরত পাবেন তিনি।

প্রাথমিক নিয়োগ দুর্নীতে গ্রেফতারির পর বর্তমানে জেলবন্দি রয়েছেন মানিক ভট্টাচার্য।