শারীরিক অবস্থার উন্নতি, কথা বলতে পারছেন আঁখি | BD24Live.com

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ৬ ফেব্রুয়ারি ২০২৩

ছবি – সংগৃহীত

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে অভিনেত্রী শারমিন আঁখি। সোমবার (৬ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ থেকে অভিনেত্রীকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। গত শুক্রবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে সেদিনই জরুরি ভিত্তিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

অভিনেত্রীর স্বামী নির্মাতা রাহাত কবির চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, ‘সকালে কিছুটা ভালো বোধ করায় আঁখিকে এইচডিইউতে নিয়ে আসা হয়। আরেকটু ভালো হলেই কেবিনে নিয়ে আসা হবে। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে। কথাও বলতে পারছে। আজ সে নিজেই জানিয়েছে, এখন ভালো বোধ করছে। একদমই অল্প ও আস্তে কথা বলছে।’

আগের চেয়ে অবস্থার উন্নতি হলেও আঁখির গলায় কিছুটা ব্যথা রয়েছে। যে কারণে জোরে কথা বলতে পারেন না। এ ছাড়া শারীরিকভাবেও কিছুটা দুর্বল আঁখি। হাঁটতে পারছেন না এখনও। আগে হাত-পা নাড়াতে না পারলেও এখন অল্প করে সেটা পারছেন।

উল্লেখ্য, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। নাটক, বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও মডেলিংয়ের পর ২০১৮ সালে নাম লেখান সিনেমায়। প্রথম সিনেমা ছিল ‘ইতি, তোমারই ঢাকা’। এই সিনেমার ১১ জন নির্মাতার ১১টি গল্পের মধ্যে ‘জিন্নাহ ইজ ডেড’-এ অভিনয় করে প্রশংসা পান আঁখি। পরে ‘কোনো এক কালে’, ‘জাস্ট আ জোক ডার্লিং’সহ বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। গত বছর শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ওয়েব সিরিজ ‘বলি’তে পতিতার চরিত্রে তিনি দারুণ অভিনয় করেন।

আশরাফুল/সাএ