Former coach fielding R Sridhar reveals how Ravi Shastri resolved rift between two stars of Team India

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ‘আমাদের মধ্যে কোনও ঝামেলা নেই। সব ঠিক আছে। আপনারা যারা সাংবাদিক, তারা অহেতুক জলঘোলা করছেন।’ এমন মন্তব্য গত কয়েক বছর ধরে বারবার বলে আসছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। এমনকি টিম ইন্ডিয়ার (Team India) তৎকালীন কোচ রবি শাস্ত্রীও (Ravi Shastri) বারংবার দাবি করতেন যে, ভারতীয় দলের সাজঘরে ‘সবকিছু ঠিক আছে’। তবে দলের অন্দরমহলের পরিবেশ ভালো ছিল না। দুই মহাতারকার ইগোর লড়াইয়ের জন্য দল দুটি ক্যাম্পে ভাগ হয়েছিল। এত বছর পর এমনটাই দাবি করলেন, দলের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর (R Sridhar)। এবং সেখানে তিনি লিখেছেন, বিরাট বনাম রোহিতের (Virat Kohli vs Rohit Sharma Controversy) মধ্যে ঝামেলা দূর করার ক্ষেত্রে শাস্ত্রী বড় ভূমিকা নিয়েছিলেন। 

‘Coaching Beyond- My days with the Indian Cricket Team’ শীর্ষক বইতে শ্রীধর একাধিক চাঞ্চল্যকর দাবি করেছেন। এবার তাঁর নতুন দাবি হল, ২০১৯ সালের বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতেই বিরাট ও রোহিতের মধ্যে জোর ঝামেলা লেগে যায়। তৎকালীন অধিনায়ক ও সহ-অধিনায়কের সম্পর্কের অবনতি হয়েছিল। ফলে দল দু’টি শিবিরে ভাগ হয়ে যায়। শেষ পর্যন্ত শাস্ত্রী হস্তক্ষেপ না করলে, সমস্যা আরও বাড়তে পারত। 

আরও পড়ুন: Ravichandran Ashwin, Border Gavaskar Trophy 2023: ‘বন্দুকের মতো’ অশ্বিনকেই ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া! বুঝিয়ে দিলেন অকপট উসমান খোয়াজা

আরও পড়ুন: Sourav Ganguly Biopic: চলে এল বড় আপডেট, দাদা-র ভূমিকায় কে? কবে শুরু শুটিং? জানতে পড়ুন

আর শ্রীধর তাঁর আত্মজীবনীতে লিখেছেন, “সেই বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতেই ড্রেসিংরুমের অবস্থা খুব খারাপ হয়ে যায়। বিরাট ও রোহিত প্রকাশ্যে ঝামেলায় জড়িয়ে পড়েছিল। ওঁদের দুজনকে এমনভাবে কথা কাটাকাটি করতে দেখে বাকিরা অবাক হয়ে গিয়েছিল। সব থেকে বড় কথা মহেন্দ্র সিং ধোনির সামনে ওঁরা লড়াই করতে থাকে।” এরপর তিনি আরও লিখেছেন, “দু’জনের সম্পর্কের অবনতির কথা রবি ভাই জানত। এরমধ্যে বিশ্বকাপের পরেই আমাদের ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল। তাই সেমি ফাইনাল হারের কয়েক ঘন্টার মধ্যেই বিরাট ও রোহিতকে ডেকে পাঠায় রবি ভাই। ওদের একসঙ্গে বসিয়ে কথা বলে। রবি ভাই আসলে সময় নষ্ট করতে চায়নি।” 

কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন রবি শাস্ত্রী। বইয়ের আর একটি অংশে আর শ্রীধর লিখেছেন, “রবি ভাই ওদের দলের স্বার্থে সবাইকে একজোট হয়ে খেলার নির্দেশ দিয়েছিল। স্পষ্ট বলে দিয়েছিল যে, সবার উপরে দেশ। ওরা দলের সব থেকে অভিজ্ঞ দুই ক্রিকেটার। বিরাট ও রোহিতের সম্পর্ কেমন সেটা বড় কথা নয়। দলের স্বার্থে সব মিটিয়ে একসঙ্গে খেলতে হবে।”

২০১৯ বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলে অবশ্য অনেক বদল হয়েছে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সেই ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট। এরপর ২০২১ সালের শেষ দিকে তাঁকে একদিনের দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর তাই হয়তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতেই স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ‘কিং কোহলি’। তাঁর জায়গায় দলের সব ফরম্যাটের অধিনায়ক হয়েছিলেন রোহিত। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)