Jhulan Goswami Message After She Join Mumbai Indians Mentor For Womens IPL 2023

মুম্বই: মহিলাদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মেন্টর নিযুক্ত হয়েছেন ঝুলন গোস্বামী (Jhulan Goaswami)। দায়িত্ব পাওয়ার পর প্রথমবার মুখ খুললেন চাকদা এক্সপ্রেস। তিনি বলেন, ”আমি নতুন এই দায়িত্ব পেয়ে ভীষণভাবে উচ্ছ্বসিত। বোলিং কোচ ও মেন্টর হিসেবে কাজ করা আমার জন্য সৌভাগ্যের। মেয়েদের সঙ্গে কাজ করার সুযোগ পাব। চার্লট ও দেভিয়েকার সঙ্গে সংঘবদ্ধভাবে কাজ করতে পারব। মুম্বই বরাবরই শক্তিশালী দল। জয়ের জন্য মুখিয়ে থাকে। মুম্বই শিবিরের পরম্পরা বজায় রাখার চেষ্টা করব আমরা।”

দলের কোচ প্রাক্তন ইংল্যান্ড তারকা চার্লট এডওয়ার্ড বলছেন, ”মুম্বই শিবিরে যোগ দিতে পারা সম্মানের ব্যাপার। ম্য়ানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। মহিলা ক্রিকেট এভাবেই এগিয়ে যাবে। ঝুলন ও দেভিয়েকার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। মুম্বইয়ের সংস্কৃতিটা বুঝতে হবে। প্লেয়াররা মন খুলে যেন খেলতে পারে, সেদিকেই লক্ষ্য রাখব। দ্রুত কাজ শুরু করতে চাইছি।”

 আর মাত্র মাসখানেকের অপেক্ষা, তারপরেই পরের মাস থেকেই সম্ভবত প্রথম মহিলা আইপিএলের (Women’s Premier League) আসর বসতে চলেছে। সেই টুর্নামেন্টের দল নির্ধারণ, টিভি স্বত্ব বিক্রি সবই হয়ে গিয়েছে। তবে এখনও অবধি খেলোয়াড়দের নিলামটাই (Women’s Premier League Auction) আয়োজন করা সম্ভব হয়নি। শোনা যাচ্ছে ১১ জানুয়ারি নয়াদিল্লি বা ১৩ জানুয়ারি মুম্বইতে মহিলাদের আইপিএল নিলাম আয়োজিত হতে পারে। তবে এই বিষয়ে পাকাপাকিভাবে এখনও কিছুই বলা হয়নি।

হোটেলের সমস্যা

বর্তমানে বিয়ের ভরা মরসুম, আর এই বিয়েবাড়ির মরসুমে নিলামের জন্য উপযুক্ত হোটেলই নাকি খুঁজে পাচ্ছে না ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। রিপোর্ট অন্তত এমনটাই বলছে। এই হোটেল ঠিক করতে না পারাটা নিলাম আয়োজিত না করতে পারার অন্যতম বড় কারণ। শোনা যাচ্ছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আইপিএলের নিলাম আয়োজিত হতে পারে। এমনটা হলে দলগুলি নিজেদের পরিকল্পনা ও প্রস্তুতি সারার জন্য মাসখানেক সময় পেত। তবে হোটেল না পাওয়ায় বাধ্য হয়েই নিলাম আয়োজনের সেই দিনক্ষণ পিছিয়ে ফেলতে হচ্ছে। 

উপরন্তু, বর্তমানে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এবং মরুশহরের টি-টোয়েন্টি লিগও আয়োজিত হচ্ছে। এই দুই লিগেই আইপিএলের সিংহভাগ ফ্রাঞ্চাইজির দল রয়েছে। তাই বর্তমানে নিলাম আয়োজন হলে, দলের সাপোর্ট স্টাফের অনেকেই এই নিলামে অংশ নিতে পারবেন না। তাই শোনা যাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলি সম্মিলিতভাবেও মহিলাদের আইপিএল নিলামের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল। প্রসঙ্গত, ৪ থেকে ২৪ মার্চের মধ্যে মুম্বইতেই মহিলাদের আইপিএল আয়োজিত হতে পারে। যদিও এই বিষয়ে সরকারিভাবে বোর্ডের তরফে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।