Ravi Shastri gives verdict for the upcoming high voltage series

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বর্ডার গাভাসকর ট্রফি জয়ের (Border Gavaskar Trophy 2023) হ্যাটট্রিক করে বসে আছে টিম ইন্ডিয়া (Team India)। এরমধ্যে গত দু’বার আবার ডাউন আন্ডারে গিয়ে সিরিজ জিতে এসেছে ভারত। এবার সেই ট্রফি ফের একবার ধরে রাখার পালা। কাকতালীয়ভাবে গত তিনবারই সেই জয়ী দলের হেড কোচের ‘হট সিট’-এ ছিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। এবার তিনি থাকবেন। তবে মাঠের বাইরে। মাইক হাতে। তবে তাতে কি, মহারণের বল মাটিতে পড়ার আগেই ভবিষ্যদ্বাণী করে দিলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার। তাঁর দাবি, রোহিত শর্মার (Rohit Sharma) দল এবার ২-০ ব্যবধানে সিরিজ জিতবে। একইসঙ্গে তাঁর দাবি আসন্ন সিরিজে প্যাট কামিন্সদের (Pat Cummins) বড় চ্যালেঞ্জ দেবেন সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)।   

বাইশ গজের যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই স্টিভ স্মিথ ভারতের পিচকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অন্যদিকে প্রাক্তন উইকেটকিপার ইয়ান হিলির আবার দাবি, ভারত স্পোর্টিং উইকেট তৈরি করলে অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে। তবে বল স্পিন করলেন অ্যাডভান্টেজে থাকবে ভারত। এর পরিপ্রেক্ষিতে শাস্ত্রী নিজস্ব ভঙ্গিমায় বলেছেন, “শুরু থেকে বল লাট্টুর মতো ঘোরা চাই! সেটা প্রথমদিন থেকে হলে আরও ভালো। আর কেনই বা শুরু থেকে ঘুরবে না। ভারত তো নিজেদের দেশে খেলছে। তাছাড়া ভারতীয় দল বিদেশে গেলে তো পিচ নিয়ে কান্নাকাটি করে না। তাহলে অস্ট্রেলিয়া ও অন্যান্য বিদেশি দল আমাদের এখানে খেলতে এলে এত অজুহাত কেন দেয়?’ 

আরও পড়ুন: David Warner, Border Gavaskar Trophy 2023: অশ্বিনের বিরুদ্ধে নামার আগে ওয়ার্নারকে খোঁচা দিলেন তাঁর সতীর্থ! কিন্তু কেন? ভিডিয়ো দেখুন

আরও পড়ুন: Shikhar Dhawan vs Aesha Mukerji: কেরিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছেন প্রাক্তন স্ত্রী আয়েশা! আদালতের লড়াইয়ে জিতলেন ‘গব্বর’

শ্রেয়স আইয়ার চোটের জন্য প্রথম দুই টেস্টে নেই। তাঁর জায়গায় সূর্য কুমার যাদবের অভিষেক সম্ভাবনা প্রবল। ‘স্কাই’ দুই দলের মধ্যে ফারাক করে দিতে পারেন। এমনটাই দাবি করলেন শাস্ত্রী। তাঁর প্রতিক্রিয়া, “আশাকরি সূর্য প্রথম টেস্টে দলে সুযোগ পাবে। ও কিন্তু নিজের স্বাভাবিক খেলাই খেলবে। আমার মনে হয় অস্ট্রেলিয়ার স্পিনাররা যখন ভারতীয় ব্যাটারদের চাপে রাখার চেষ্টা করবে তখন সূর্য বড় ভূমিকা নিতে পারে। কারণ, দ্রুত রান তোলার ক্ষমতা আছে ওর। বড় শট না মারতে পারলেও ছোট ছোট রানে স্কোরবোর্ডকে সচল রাখে সূর্য।” 

অতীতে নাগপুরের বাইশ গজে পেস ও স্পিন, দুই ধরনের পিচ দেখা গিয়েছে। এবারও যে ঘূর্ণি র্উইকেট হবে, সেই ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে রেখেছেন। শাস্ত্রীও মনে করিয়ে দিলেন ঘরের মাঠের সুবিধা নিয়ে অজিদের ভেজে ফেলা উচিত। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মহারণ। কে কাকে টেক্কা দেয় সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)