Turkey Syria Earthquake LIVE: তুরস্ক সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল, কম্পনের মাত্রা ৭.৯ , বিপর্যস্ত বহু

এক অভিশপ্ত ভোরে সোমবার ঘুম ভেঙেছে তুরস্ক ও সিরিয়ার একটা বড় অংশের। ভূমিকম্পের জেরে বেলা গড়াতেই মৃত্যু মিছিল লাফিয়ে বাড়তে থাকে। প্রাথমিকভাবে ৩৫০ জনের মৃত্যুর  খবর এলেও, পরে তা বেড়ে গিয়ে ৫৬৮ ছাড়াতে শুরু করে। আহতের সংখ্যা বহু। জানা গিয়েছে রিখটার স্কেলে কম্পরের মাত্রা ছিল ৭.৯। ভূমিকম্পের পর থেকেই এলাকা জুড়ে ৫ ঘণ্টায় ২২ বার আফটার শক দেখা যায়। ভূমিকম্পের সমস্ত লাইভ আপডেট দেখুন এখানে।

06 Feb 2023, 02:07:15 PM IST

তুরস্ক জারি করেছে ‘লেভের ৪ অ্যালার্ম’

ইতিমধ্যেই লেভেল ৫ অ্যালার্ম জারি করেছে তুরস্ক । এই লেভেল ফোর অ্যালার্মের অর্থ হল সেদেশের আন্তর্জাতিক সহায়তা দরকার। আর তার নিরিখেই এই অ্যালার্ম।

06 Feb 2023, 02:05:50 PM IST

শুধু সিরিয়াতেই মৃত ২৩০

কয়েক দশকের মধ্যে ঘটে যাওয়া এই ভয়াবহ ভূমিকম্পেের এপিসেন্টার দক্ষিণ তুরস্ক বলে জানা গিয়েছে। এদিকে, সিরিয়ার অংশে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে অন্তত পক্ষে ২৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেদেশের মন্ত্রক।